স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ অক্টোবর :১ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস। দুর্গাপূজার কারণে বিশ্ব প্রবীণ দিবস অনুষ্ঠানকে হয় মঙ্গলবার। এদিন আগরতলা টাউন হলে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব প্রবীণ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা
পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। এই বছর “একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য প্রবীণদের কণ্ঠস্বরের ক্ষমতায়ন” এই থিমকে সামনে রেখে পালন করা হয় বিশ্ব প্রবীণ দিবস। প্রতি বছর ১ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস পালন করা হয়। এই বছর দুর্গাপূজা থাকায় মঙ্গলবার পালন করা হয় বিশ্ব প্রবীন দিবস। এক সাক্ষাৎকারে মন্ত্রী টিঙ্কু রায় জানান এই বছর দুর্গা পূজার ছুটি থাকার কারনে ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা যায় নি। তাই মঙ্গলবার আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। প্রবীণদের অভিজ্ঞতাকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরা হয় আন্তর্জাতিক প্রবীণ দিবসে।

