Thursday, November 13, 2025
বাড়িরাজ্যপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের মানোন্নয়নে বদ্ধপরিকর : মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের মানোন্নয়নে বদ্ধপরিকর : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ অক্টোবর :শনিবার আগরতলার অরুন্ধতী নগর স্থিত রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি প্রকল্প এবং ডাল স্বনির্ভরতা মিশনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল ভাবে অংশ নেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে আজ ধনধান্য কৃষি প্রকল্প এবং ডাল স্বনির্ভরতা মিশনের সূচনা হয়েছে।

প্রধানমন্ত্রী কৃষকদের মান উন্নয়ন করতে যে প্রকল্পের সূচনা করেছেন তার জন্য রাজ্যবাসী এবং সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, দেশের ১০০টি জেলা বেছে নেওয়া হয়েছে যেখানে ফসল উৎপাদন কম হচ্ছে। তাই সেইসব জেলায় ফসল উৎপাদন বৃদ্ধি করতে সরকার এই প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় রয়েছে ত্রিপুরার উত্তর জেলা। এটা পিছিয়ে পড়া জেলা না হলেও সেখানে কিভাবে ফসল উৎপাদন বৃদ্ধি করা যায় সেদিকে গুরুত্ব দিতে চাইছেন প্রধানমন্ত্রী। ২০৪৭ সালে দেশ বিকশিত ভারত হবে। সেদিকে নজর দিয়ে গত ১১ বছরে দেশের কৃষকদের মান উন্নয়ন হয়েছে এবং কৃষকদের কি সমস্যা রয়েছে সে বিষয়ে অনুষ্ঠান শুরুর আগে দেড় ঘন্টা কথা বলেছেন প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি এস টি নিয়ন্ত্রণ করে কৃষি দ্রব্যের উপর মূল্য নিয়ন্ত্রণ করেছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন সরকার কৃষকদের মান উন্নয়নের কথা চিন্তা করার কারণেই বিগত বছর থেকে এ বছর ৪০ শতাংশ শস্য উৎপাদন বেড়েছে। আগামী দিন শস্য আরো কত পরিমাণে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী আহ্বান করেছেন শুধুমাত্র ফসল উৎপাদনের দিকেই গুরুত্ব দিলে চলবে না। একই সাথে মৎস্য চাষ, দুধ উৎপাদন সহ অন্যান্য ক্ষেত্র গুরুত্ব দিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং কৃষি মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় সহ অন্যান্য আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য