Thursday, November 13, 2025
বাড়িরাজ্যজলাশয়ে রূপ নিয়েছে নতুন বাজার বাইপাস, অভিযোগ বড়সড় দুর্নীতি

জলাশয়ে রূপ নিয়েছে নতুন বাজার বাইপাস, অভিযোগ বড়সড় দুর্নীতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ অক্টোবর :বিকাশ ত্রিপুরায় জলাশয়ে রূপ নিয়েছে নতুন বাজার বাইপাস। রাস্তার উপর সৃষ্টি হওয়া গভীর খাদে পড়ে আটকে যাচ্ছে যানবাহন। প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন পন্যবাহী গাড়ি চালক সহ ছোট-বড় যান চালকদের। জাতীয় সড়ক নির্মাণের নামে রাস্তাটি পূর্ত দপ্তর থেকে কেন্দ্রীয় সরকারের এন.এইচ.আই.ডি.সি.এল -এর হাতে চলে যাওয়ার পর থেকে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

এন.এইচ.আই.ডি.সি.এল থেকে বরাত পাওয়া রানী কন্সট্রাকশন রাস্তাটির মেরামত করার দায়িত্বে থাকলেও ওই ঠিকেদারি সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এলাকার মানুষ। অভিযোগ ঠিকাদারি সংস্থাটি অমরপুর ব্লকের নির্বাচিত জনপ্রতিনিধি ও শাসকদলের নেতাদের মোটার দাগের উৎকোচ দিয়ে সবকিছু ম্যানেজ করে রেখেছেন। যে কারণে রাস্তার বেহাল অবস্থার জন্য মানুষ প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগের শিকার হলেও নির্বাচিত জনপ্রতিনিধি কিংবা শাসকদলের নেতৃত্বরা একবারের জন্যও ওই ঠিকাদারী সংস্থার বিরুদ্ধে কোন টু শব্দ করছে না।

রাস্তার বেহাল অবস্থার জন্য নতুন বাজার যতনবাড়ি সহ বিস্তীর্ণ এলাকার ব্যবসা-বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছে বলে ব্যবসায়ীদের অভিমত। শাসকদলের রক্ত চক্ষুর ভয়ে সবাই মুখ বুজে সহ্য করলেও সকলের মধ্যেই ক্ষোভের এর আগুন ধুমায়িত হচ্ছে বলে খবর। আর কিছুদিন বাদেই আলোর উৎসব দীপাবলি। প্রতিবছর নতুনবাজার ও যতনবাড়িতে বেশ জাকজমকপূর্ণ দীপাবলি উৎসবের আয়োজন করা হয়। এ বছরও তার ব্যতিক্রম হবে না। তবে রাস্তার অবস্থা যদি এমন বেহাল থাকে তাহলে দীপাবলি উৎসবের দিনগুলিতে অত্র এলাকায় লোক সমাগমে যে অনেকটা ভাটা পড়বে তার বলার অপেক্ষা রাখে না। তাই সকল অংশের মানুষের থেকে দাবি উঠছে দীপাবলি উৎসবের প্রাক মুহূর্তে যাতে নতুন বাজার যতনবাড়ীর সাথে সংযোগ রক্ষাকারী সমস্ত রাস্তা গুলির মেরামত করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য