স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ সেপ্টেম্বর : ত্রিপুরায় প্রবেশের প্রাক মুহূর্তে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ আসাম পুলিশের হাতে আটক দুই যুবক। চুরাইবাড়িস্থিত পুলিশ ওয়াচ পোস্টে কর্তব্যরত আসাম পুলিস ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে আটক করে। জানা যায় সোমবার দুপুরে আসামের পাথারকান্দি এলাকা থেকে একটি বিলাস বহুল গাড়ি নিয়ে দুই যুবক ত্রিপুরার উদ্দেশ্যে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ প্রনব মিলির নেতৃত্বে আসাম পুলিস গাড়িটিকে সন্দেহ জনক আটক করে। MZ-01AA-4524 নাম্বারের গাড়িটিতে তল্লাসি চালানোর পর গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার হয় ২৫ প্যাকেটে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট। যার কালোবাজারি মূল্য প্রায় আড়াই কোটি টাকা হবে। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি আটক করা হয় রাজিব উদ্দিন ও দিলোয়ার হোসেন নামে দুই যুবককে। ধৃত রাজিব উদ্দিনের বাড়ি করিমগঞ্জ জেলার রাতাবাড়ি এলাকার দল গ্ৰামে। অপর যুবক দিলোয়ার হোসেন করিমগঞ্জ জেলার পাথারকান্দির পানিঘাট এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস এক্টে মামলা দায়ের করেছে আসাম পুলিস। ধৃত এক যুবক জানায় তারা এই ইয়াবা ট্যাবলেট গুলি পেচারথলের নবিনছড়া এলাকার উদ্দেশ্যে যাচ্ছিল। সেখান থেকে এই ইয়াবা ট্যাবলেট গুলি সোনামুড়ার এক ব্যক্তি নিয়ে যাওয়ার কথা ছিল।

