Tuesday, November 18, 2025
বাড়িরাজ্যমোটর স্ট্যান্ডের রাস্তা উন্মুক্ত করে দিলেন মেয়র

মোটর স্ট্যান্ডের রাস্তা উন্মুক্ত করে দিলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ সেপ্টেম্বর : আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীন পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় মাল্টিল্যাবেল পার্কিং জোন গড়ে তোলা হচ্ছে। গত দু’বছর ধরে চলছে এর কাজ। ফলে এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী সহ অস্থায়ী অটোর স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে আগেই। তারপর থেকে চলছে এই পার্কিং জোন নির্মাণের কাজ। নির্মাণ কাজের কারণে রাস্তার পাশে যাতায়াতের প্রশস্ত কমে যায়। এর মধ্যে আসন্ন দুর্গাপূজা। হাতে গোনা মাত্র ছয় থেকে সাত দিন। রবিবার মোটর স্ট্যান্ড পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

তিনি শ্রমিকদের সাথে কথা বলে পার্কিং জোনের দুপাশে রাস্তা উন্মুক্ত করে দেন সাধারণ মানুষের চলাচলের জন্য। পরে তিনি জানান, পুরনো মোটরস্ট্যান্ড এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বেশ কিছুদিন যাবত একপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। রবিবার সেই রাস্তার কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার ও স্মার্ট সিটি প্রকল্পের সিইও শৈলেশ কুমার যাদব। আজ থেকে সেই বন্ধ করে রাখা রাস্তা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানান মেয়র। লক্ষ্মী পূজার পর স্থায়ীভাবে সেই রাস্তা সংস্কার করা হবে। পাশাপাশি সেই জায়গায় ফুটপাতে ব্যবসা করা ২২ জনকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। মেয়র আরো বলেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন চলামান সকল কাজ যেন পূজার আগে শেষ করা হয়। সেই মোতাবেক কাজ চলছে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বর্তমানে কাজ করা হচ্ছে। পুরাতন মোটর স্ট্যান্ডের এক পাশের রাস্তা সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। চেষ্টা চলছে পূজার আগে কাজ শেষ করার। তবে বৃষ্টির জন্য কাজ করতে কিছু সমস্যা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য