স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ সেপ্টেম্বর : চাঁদাবাজির বিরুদ্ধে সরকার কড়া হুঁশিয়ারি দিলেও বাস্তবে কেউ মানছে না। রাজ্যের নানা জায়গায় পূজা কমিটিগুলি নির্বিকারভাবে চাঁদার নামে ট্রাক চালকদের জুলুম করছে। চোরাই বাড়িতে আক্রান্ত হয়েছে এক লরি চালক। প্রতিবাদে লরি চালকরা শুক্রবার চোরাই বাড়ি থানা ঘেরাও করে।
তাদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে চুরাইবাড়ি সেইলটেক্স কমপ্লেক্স সংলগ্ন জাতীয় সড়কে আগরতলা গামী NL 01 AC 3027 নম্বরের লরি আটকে দেয় স্থানীয় একটি দুর্গাপূজা কমিটি। লরি চালক পরিন্দ্র নাথ চাঁদা দিতে অস্বীকার করলে তাকে মারধর করা হয়। চালকের দাবি, তিনি বিশ্বকর্মা পুজোর পর চাঁদা দেবেন বললে শারীরিকভাবে নিগ্রহ করে। অল ড্রাইভার ওয়েলফেয়ার এসোসিয়েশনের অভিযোগ, রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় বিভিন্ন ক্লাবের সদস্যরা চালকদের কাছ থেকে ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দাবি করছে। টাকা না দিলে গাড়ি আটকে রাখা থেকে শুরু করে শারীরিক নির্যাতন পর্যন্ত হচ্ছে।
বিশেষ করে কুমারঘাট মহকুমার কয়েকটি ক্লাবের জুলুমে চালকরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার বলে অভিযোগ উঠে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রী অবিলম্বে এই চাঁদাবাজির দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। এদিকে আক্রান্ত এক লরি চালকরা জানান, দূর্গা পূজার চাঁদা নিয়ে জুলুমবাজির ক্ষেত্রে যদি মেডেল পায় তাহলে চোরাই বাড়ি শীর্ষস্থানে থাকবে। এদিকে অভিযোগের ভিত্তিতে চুরাইবাড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

