Saturday, February 8, 2025
বাড়িরাজ্যন্যাশনাল এচিভমেন্ট সার্ভে ১২ নভেম্বর : রতন

ন্যাশনাল এচিভমেন্ট সার্ভে ১২ নভেম্বর : রতন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ নভেম্বর। আগামী ১২ নভেম্বর সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও ন্যাশনাল এচিভমেন্ট সার্ভে করা হবে। ভারত সরকারের শিক্ষা মন্ত্রালয় পরিচালিত এ সমীক্ষা শেষবার ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল। ১২ নভেম্বর সারা দেশের ৩৬ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের ৭৩৩ টি জেলায় ১ লক্ষ ২৪ হাজার বিদ্যালয়ে এক যোগে এই সার্ভে করা হবে। এন সি ই আর টি -র তত্বাবধানে সি বি এস ই – এই সার্ভে করবে। এই সমীক্ষার জন্য রাজ্যে দায়িত্ব রয়েছে এস সি ই আর টি -র উপর।

 এই সার্ভে হবে তৃয়ীয়, পঞ্চম, অষ্টম এবং দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের মধ্যে। এই সার্ভের মাধ্যেমে চিহ্নিত হবে যারা যে শ্রেণীতে পড়ছে তাদের শিক্ষার মান সেই শ্রেণীতে উপযুক্ত রয়েছে কিনা। একই সঙ্গে কি পর্যায়ে রয়েছে তা যাচাই করা হবে। সমীক্ষার ফলাফল থেকে বেড়িয়ে আসা দুর্বলতাগুলি পরবর্তী সময়ে রাজ্য সরকার, শিক্ষা দপ্তর, অভিভাবক, অভিভাবিকা, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাবিদ সকলে মিলে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। শনিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই জাতীয় সমীক্ষার বিষয়ে জানান মন্ত্রী রতন লাল নাথ।রাজ্যে ৮৯৮ টি স্কুলে এই সমীক্ষা চালানো হবে। এতে অংশ নেবে ৩৮ হাজার ৭৬০ জন ছাত্র ছাত্রী। স্কুল নির্বাচন করছে সি বি এস ই। এস সি ই আর টি -র পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের ৮ টি জেলার ডি ই ও -দের ড্রিস্ট্রীক্ট নোডাল অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে। ১৭৯৭ জনকে ফিল্ড ইনভেস্টিগেটর হিসাবে নিয়োগ করা হয়েছে। সি বি এস ই- থেকে ১০৮৭ জনকে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। এস সি ই আর টি -র অধিকর্তা ষ্টেট নোডাল অফিসারের দায়িত্বে থাকবেন। দুজন অ্যাডিশন্যাল ও দুইজন  জয়েন্ট ডাইরেক্টর  ৮ টি জেলায় তদারকি করবে।

একজন করে ইন্ডিপেন্ডন্ট অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে। ফিল্ড ইনভেস্টিগেটর হলেন ডায়েট , সি টি ই, আই এস ই-র পড়ুয়ারা । সকাল ১০ টা ৩০ মিনিট থেকে শুরু হবে সমীক্ষা। ইতিমধ্যে দুই বার মক টেস্ট করানো হয়েছে। অয়েমার সিটে পরীক্ষা হবে বলে জানান তিনি। ২০১৮ সালে সরকার গঠন হওয়ার পর ২০১৯ সালে একটি বেইস লাইন সার্ভে করা হয়। এটা রাজ্যের সরকারের উদ্যোগে করা হয়। এই সার্ভেতে ৪৩ শতাংশ ছাত্র ছাত্রী ছিল শ্রেণী উপযুক্ত। এরপর নতুন দিশা নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। দেড় থেকে দুবছর পর ৮৮ শতাংশ ছাত্র ছাত্রী শ্রেণী উপযুক্ততে উন্নিত হয়। কোভিডের কারনে বেশ কিছু সময় স্কুল বন্ধ রাখতে হয়। তাই এই সময়ে জাতীয় সমীক্ষা আবশ্যক। এই সার্ভের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। সমস্ত অভিভাবকের কাছে আবেদন জানান এই ক্লাশের ছাত্র ছাত্রীদের সমীক্ষায় বসার সুযোগ করে দেওয়ার জন্য। একই সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন যাতে স্কুলে পরীক্ষার পরিবেশ বজায় থাকে সেদিকে নজর দেওয়ার জন্য। এই সার্ভে থেকে শিক্ষণ ফলাফল জানা যাবে। পরবর্তী রূপরেখা তৈরিতে সহায়ক হবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী রতন লাল নাথ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য