স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ আগস্ট : “হর ঘর তিরঙ্গা” কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে আগরতলা পুর নিগমের আয়োজনে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র সহ অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্টজনরা।
অনুষ্ঠানে উপস্থিত আগরতলা পুর নিগমের কমিশনার দেবপ্রিয় বর্ধন বক্তব্য রেখে বলেন আগামী ১৩-১৫ আগস্ট হর ঘর তিরঙ্গা কর্মসূচি অনুষ্ঠিত হবে। বাড়ি ঘরে এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যাতে এই কর্মসূচি অনুষ্ঠিত করা হয়। এবং বাড়ি ঘরের ক্ষেত্রে ১৩ তারিখ সকালে পতাকা উত্তোলন করার পর ১৫ তারিখ সন্ধ্যায় পতাকা নামাতে পারবে। কিন্তু অফিসে ১৩ তারিখ সকাল বেলা পতাকা উত্তোলন করার পর এদিন সূর্য অস্তের আগে পতাকা নামিয়ে নেওয়া হবে। পুনরায় ১৪ এবং ১৫ আগস্ট পতাকা উত্তোলন এবং সন্ধ্যায় সূর্য অস্তের আগে পতাকা নামিয়ে নেওয়া হবে। পুর নিগম এলাকায় সকলের এই কর্মসূচি পালন করতে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।