স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ আগস্ট : বিলোনিয়া বনকর ঘাট নিখিল পেট্রোলিয়াম এজেন্সির বিরুদ্ধে শ্রমিক বঞ্চনা এবং শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ উঠল মঙ্গলবার। দীর্ঘদিন ধরে এই অভিযোগ থাকলেও শ্রমিকরা ধৈর্য ধরে চেপে রেখেছিল। কিন্তু এদিন সকালে এজেন্সির কর্ণধারের ব্যবহারে বিতশ্রদ্ধ হয়ে ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেল শ্রমিকদের। সরাসরি শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ এবং সাংবাদিকদের ডেকে পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে মালিকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেয় পেট্রোল পাম্পের কাজে নিযুক্ত থাকা মহিলা শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ প্রতিদিন ১২ ঘণ্টারও অধিক সময় ধরে কাজ করলেও সন্তুষ্টি হন না মালিক প্রতীক পোদ্দারে।
শ্রমিকদের আরো অভিযোগ সাপ্তাহে একদিন ছুটি দেওয়ার কথা থাকলেও ছুটি দেয় না এজেন্সির কর্ণধার। এছাড়াও শ্রমিকদের মধ্যে ৮ ঘন্টা করে শিফটিং ডিউটি করার কথা থাকলেও তাও মানছেন না বলে অভিযোগ। এছাড়াও বেতন বৈষম্য বেতন বঞ্চনা তো রয়েছেই। বিলোনিয়ার অন্যান্য পাম্প গুলিতে শ্রমিকদের যে হারে বেতন দেওয়া হয় এখানে কিন্তু তার চাইতে অনেক কম বেতন দেওয়া হচ্ছে। তাই এদিন সকালে এক মহিলা শ্রমিককে কাজ থেকে বের হয়ে যাবার কথা বললে ক্ষোভ সৃষ্টি হয়। শ্রমিকরা একসাথে কাজ ছেড়ে দিয়ে আন্দোলন শামিল হয়। বিক্ষোভের ফলে বিপাকে পড়তে হয় যানচালকদের। দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে পেট্রোল পাম্প তারপরও মালিক তার সিদ্ধান্তে অনড়। শ্রমিকরা জানায় তাদের সপ্তাহে একদিন ছুটি দিতে হবে, সেই সাথে শিফটিং ডিউটির ব্যবস্থা করা, তাদের বিশ্রামের জন্য শেড তৈরি করা এবং সাড়ে ৭০০০ টাকা করে প্রতি মাসে বেতন দিতে হবে। এছাড়াও শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করা চলবে না। শ্রমিকরা জানায় তাদের এ ধরনের বঞ্চনের বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবে তারা।