স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জুলাই : রাজ্যের অগ্র গণ্য বরেন্য শিক্ষাবিদ তথা প্রাক্তন মন্ত্রী ব্রজগোপাল রায়ের জীবন অবসান হয়েছে। রবিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোক জ্ঞাপন করেন স্যন্দন পত্রিকার সম্পাদক তথা বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ রাজ্যের বিশিষ্টজনেরা।
উল্লেখ্য, তাঁর মৃত্যুর খবর পেয়ে বাসভবনে ছুটে যান স্যন্দন পত্রিকার সম্পাদক তথা বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে। প্রয়াত ব্রজগোপালের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শোক জ্ঞাপন করেন বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে। পরে তিনি বলেন, ড. ব্রজগোপাল রায়ের প্রয়ান এক যুগের অবসান হয়েছে। ড. ব্রজগোপাল রায়ের মত সৎ জন মানুষ ত্রিপুরা রাজ্যে অনেক কম আছে। স্যন্দন পত্রিকার যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে প্রয়াত ব্রজ গোপাল রায় এই পত্রিকার সাথে জড়িত ছিলেন। তিনি আজীবন লেখা পড়া নিয়ে কাটিয়েছেন। মৃত্যুর আগে শনিবার দিনও তিনি পড়াশোনা করেছেন। এর পেছনে মূলত একটাই উদ্দেশ্য ছিল, সেটা হল ত্রিপুরা রাজ্যের মানুষের উন্নয়ন এবং সংস্কৃতির বিকাশ। উনার অভাব পূরণ হওয়ার কোনো সুযোগ সামনে নেই বলা চলে। আজ তাঁর প্রয়ানে ত্রিপুরার অসাধারণ ক্ষতি হবে বলে আশা ব্যক্ত করেন সুবল কুমার দে। তিনি পত্রিকায় প্রতিনিয়ত লেখালেখি করতেন। সাংবাদিক হিসেবে ওনার তুলনা হয় না। শোক জ্ঞাপন করে পরিবার পরিজনদের প্রতি শ্রী দে সমবেদনা জ্ঞাপন করেন। এদিন পরবর্তী সময় শোক জ্ঞাপন করতে প্রয়াত ড. ব্রজগোপাল রায়ের বাড়িতে ছুটে যান বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা, সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী পাঞ্চালি ভট্টাচার্যী সহ অন্যান্য নেতৃবৃন্দ।