স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই : ২৪ ঘন্টায় কমলো করোনার নমুনা পরীক্ষা। পাল্লা দিয়ে কমেছে সংক্রমণের হার। ৮১৪ জনের নমুনা পরীক্ষা করে ৯৯ জনের শরীরে সংক্রমণ সনাক্ত হয়। কিন্তু নতুন করে আরো একজনের মৃত্যু হয়েছে। সংক্রমণের হার বর্তমানে ১২.১৬ শতাংশ। পশ্চিম জেলায় নতুন করে সংক্রমিত ১৮ জন, সিপাহীজলা জেলাতে সংক্রমিত ৭ জন, খোয়াই জেলায় সংক্রমিত ৯ জন, গোমতীর জেলায় সংক্রমিত ২০ জন, দক্ষিণ জেলায় সংক্রমিত ১৩ জন, ধোলাই জেলায় সংক্রমিত ১৪ জন, ঊনকোটি জেলায় সংক্রমিত ১৮ জন।
উত্তর ত্রিপুরা জেলায় সংক্রমনের কোন খবর নেই। সোমবার সকালে স্বাস্থ্য দপ্তরের বুলিটিনে এই তথ্য জানা যায়। কিন্তু সংক্রমনের হার রাজ্যে বিপদ সীমায় রয়েছে বলা চলে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো গত দুদিনে দুজনের মৃত্যু হয়েছে। সংক্রমিত রোগীর সংখ্যা রাজ্যে চলেছে। বর্তমানে ২,৩৬৬ জন রোগী হোম আইসোলেশন এবং এজিএমসি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে গত ২৪ ঘণ্টায় কেরলেই ১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এ ছাড়া পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রে ছয় জন, পঞ্জাবে চার জন, দিল্লি ও সিকিমে দু’জন এবং উত্তর প্রদেশ, ছত্তীসগঢ়, ওড়িশা, বিহার অসম, মণিপুর, নাগাল্যান্ড ও ত্রিপুরায় কোভিডে আক্রান্ত হয়ে এক জন করে ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। রবিবার এই সংখ্যা ছিল ৩৬। পরিসংখ্যান অনুযায়ী, কোভিডে আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৮ হাজার ৬৩৭। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডের প্রকোপ থেকে ১৮,১৪৮ জন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। দেশ জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩২ লক্ষ ২৮ হাজার ৬৭০ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৪৬ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ২০২ কোটি ১৭ লক্ষ ৬৬ হাজার ৬১৫ টিকাকরণ হয়েছে। কিন্তু সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যে যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য দপ্তরের কাছে।