Saturday, December 13, 2025
বাড়িরাজ্যযানজট মুক্ত রাখতে শহরে অভিযান চালালো প্রশাসন, জরিমানা বেআইনি পার্কিং -র বিরুদ্ধে

যানজট মুক্ত রাখতে শহরে অভিযান চালালো প্রশাসন, জরিমানা বেআইনি পার্কিং -র বিরুদ্ধে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ আগস্ট : নামে স্মার্ট সিটি, কিন্তু আনস্মার্ট ব্যবস্থাপনা শহরকে গিলে খাচ্ছে। রাজধানীর মেলার মাঠ থেকে শুরু করে কামান চৌমুহনি জ্যাকসন গেট, আর এম এস চৌমুহনি পর্যন্ত ফুটপাত দখল করে বসে আছে একাংশ সুবিধাবাদী ব্যবসায়ী এবং বেআইনি গাড়ি, বাইক পার্কিং। একদিকে শহরে চলছে ড্রেন নির্মাণের কাজ, অপরদিকে ফুটপাত দখল যেন মানুষকে দিন দিন চরম ভোগান্তির শিকার করছে। এর থেকে বের হয়ে আসার একমাত্র পথ প্রশাসনের নিয়মিত অভিযান।

 অথচ প্রশাসন আছে কিনা সেটাই মানুষকে বিভিন্ন সময় চিন্তায় ফেলেছে। গত কয়েক মাস ধরে আগরতলা শহরে নেই কোন প্রশাসনের বড় অভিযান। দুর্গাপূজা আসন্ন। মানুষের দুর্ভোগ নিয়ে যখন খবর প্রকাশ হচ্ছে তখন কুম্ভ নিদ্রা ভেঙেছে প্রশাসনের। সোমবার দুপুরে শহরে অভিযান চালিয়ে অস্তিত্বে জানান দিয়েছে প্রশাসন। রাজধানীর কামান চৌমুহনি, হকার্স কর্নার, পোস্ট অফিস চৌমুহনি, প্যারাডাইস চৌমুহনি সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স এবং ট্রাফিক প্রশাসন। অভিযানে নেমে প্রত্যক্ষ করেন শহরের ফুটপাতের অবস্থা। মানুষের চলার মত কোন রাস্তা পর্যন্ত নেই শহরে। একাংশ ব্যবসায়ী নিজের দোকানের সামনেই মর্জি মাফিক বেরিকেট দিয়ে বাইক, গাড়ি রেখে দিব্যি আছেন, অপরদিকে হকার্স কর্নারের কিছু ব্যবসায়ী জামাকাপড় রাস্তায় এমন ভাবে পসরা সাজিয়ে বসেছে যেন মনে হয়, সবটাই নিজের দোকানের অংশ।

এর বিরুদ্ধে অভিযান চালায় প্রশাসন। জামা কাপড় উদ্ধার করে নিগমের গাড়িতে তুলে নেয়। পার্কিং করা গাড়ি, বাইকের বিরুদ্ধেও জরিমানা করা হয়। একই সঙ্গে আগরতলা শহরের মধ্যে রাস্তার পাশে ভেন্ডার নিয়ে বসে যারা খাবার বিক্রি করছিলেন তাদের কাছ থেকে উদ্ধার করে প্রচুর পরিমাণে প্লাস্টিকের ক্যারিব্যাগ। নির্দিষ্ট অংক তাদের জরিমানা করা হয়। সংবাদ মাধ্যমকে আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের এডিশনাল কমিশনার প্রলয় দাস জানান, আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোন এবং পশ্চিম ত্রিপুরা জেলা ট্রাফিক প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে অভিযান চালানো হয়। আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে এই অভিযান চালানো হয়েছে। তবে এ ধরনের অভিযান আগামী দিন কতটা অব্যাহত থাকবে এবং শহর কতটা যানজটমুক্ত থাকবে সেটাই এখন দেখার বিষয়। তবে এ ধরনের অভিযান লাগাতার অব্যাহত না থাকলে শহরে পুনরায় যানজট সৃষ্টি হবে। বিশেষ করে দুর্গাপূজার আগে বাজারে চরম সমস্যা সৃষ্টি হবে যানজটের কারণে। তবে এদিনের অভিযানের সময় স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ উঠেছে পশ্চিম আগরতলা থানার সামনে প্রতিনিয়ত থানার বাস এবং লরি দাঁড়িয়ে থাকে। যা পোস্ট অফিস চৌমুহনি এলাকায় অন্যতম যানজট সৃষ্টি করার মূল কারণ। শুধু যানজটই নয়, দুর্ঘটনাও সংঘটিত হয় বিশাল আকার গাড়ি রাস্তার মধ্যে দাঁড় করিয়ে রাখায়। অথচ আইন নিয়ে পুলিশ জনগণের কাছে গিয়ে দাবি করছে বেআইনি পার্কিং করা নিষেধ!

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য