Thursday, November 21, 2024
বাড়িপ্রযুক্তিতৃতীয় প্রজন্মের ফোল্ডএবল ‘রেজর’ নিয়ে কাজ করছে মটোরোলা

তৃতীয় প্রজন্মের ফোল্ডএবল ‘রেজর’ নিয়ে কাজ করছে মটোরোলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ডিসেম্বর। ফোল্ডএবল ‘রেজর’ স্মার্টফোনের নতুন সংস্করণ নিয়ে কাজ করছে স্মার্টফোন নির্মাতা মটোরোলা– কোনো গুজব নয়, এই তথ্য মিলেছে চীনের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান লেনোভোর মহাব্যবস্থাপক চেন জিন-এর কাছ থেকে।

তৃতীয় প্রজন্মের ফোল্ডএবল স্মার্টফোন নিয়ে কোনো সংবাদ সম্মেলন বা আনুষ্ঠানিক কোনো আয়োজনে ঘোষণা দেয়নি মটোরোলা বা লেনোভো। তবে, চীনের সামাজিক মাধ্যম ওয়েইবোতে চেন জিন-এর দেওয়া পোস্টকে গুরুত্বহীন ভাবার সুযোগও কম; বর্তমানে মটোরোলার মোবাইল ফোন ব্র্যান্ডটির মালিক লেনোভো।

চীনা ভাষার মূল পোস্টটিকে ইংরেজিতে তর্জমা করে মর্ম উদ্ধারের চেষ্টা করেছে একাধিক পশ্চিমা সংবাদমাধ্যম। কিছু অংশের অনুবাদ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকলেও, নির্দিষ্ট কিছু তথ্য অপরিবর্তিত ছিল সবখানেই।

আর সেই ‘অপরিবর্তিত তথ্য’ বলছে, আরো উন্নত প্রসেসর এবং আরো ভালো ইন্টারফেইস থাকবে তৃতীয় প্রজন্মের ‘রেজর’-এ; পরিবর্তন আসবে বাহ্যিক নকশায়। তবে, তৃতীয় প্রজন্মের রেজর আগের দুটি সংস্করণের চেয়ে কতোটা উন্নত হবে সেই প্রশ্ন তুলেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

দ্বিতীয় প্রজন্মের ‘রেজর’ আনকোড়া নতুন কোনো স্মার্টফোন ছিল না, বরং বিষয়টি ৫জি সংযোগ সুবিধা জুড়ে দিয়ে ‘নতুন বোতলে পুরনো পানীয়’ বিক্রির চেষ্টা ছিল– এমনটা মনে করেন প্রযুক্তি পণ্যের বাজার সংশ্লিষ্টরা।

তবে তৃতীয় প্রজন্মের রেজর ফোল্ডএবল নিয়ে আশা ছাড়ছে না ভার্জ। পুরনো সংস্করণ দুটির জন্য এখনও নিয়মিত অ্যান্ড্রয়েড আপডেট উন্মুক্ত করে যাচ্ছে মটোরোলা। সবমিলিয়ে মটোরোলা ফোল্ডএবল স্মার্টফোন সিরিজটিকে বাজারে প্রতিষ্ঠিত করার চেষ্টায় হাল ছাড়ছে না– এমন ইঙ্গিত মিলছে বলে জানিয়েছে সাইটটি। 

জিন-এর পোস্ট থেকে ইঙ্গিত মিলছে, প্রথমে সম্ভবত চীনের বাজারেই অভিষেক হবে নতুন রেজর ফোনের। তবে এই প্রসঙ্গে মুখ খুলতে রাজি হয়নি মটোরোলা। ভার্জের পাঠানো ইমেইলের উত্তরে প্রতিষ্ঠানটির মুখপাত্র ম্যানুয়েলা ফজ বলেছেন, “ভবিষ্যতের পণ্য নিয়ে কোনো মন্তব্য করতে পারছি না।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য