স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৭ জুলাই : এজবাস্টনে ভারতের কাছে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে পরাস্ত হতে হয়েছে ইংল্যান্ডকে। দুই ইনিংস মিলিয়ে ১০১৪ রানের পাহাড় গড়েছে শুভমানের টিম ইন্ডিয়া। কোনও ইংরেজ বোলারই সেভাবে দাগ কাটতে পারেনি। ১০ তারিখ লর্ডসে শুরু তৃতীয় টেস্ট। তার আগে বোলারদের এহেন পারফরম্যান্স কার্যত চিন্তায় রেখেছে ইংরেজ অধিনায়ককে। তৃতীয় টেস্টের আগে তাই নড়েচড়ে বসেছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। তারা দলে নিয়েছে আরও এক পেসারকে। এমনকী টেস্ট হারে ইংল্যান্ড দলে বিরাট বদলের ইঙ্গিতও পাওয়া গিয়েছে।
দ্বিতীয় টেস্টের আগে তারা দলে নিয়েছিল জফ্রা আর্চারকে। এবার তৃতীয় টেস্টের আগে ইংল্যান্ড দলে নেওয়া হল হয়েছে গাস অ্যাটকিনসনকে। শেষ বার তিনি খেলেছিলেন জিম্বাবোয়ের বিরুদ্ধে চলতি বছর মে মাসে। ওই ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোটের কবলে পড়েন তিনি। সেই কারণেই ভারতের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে খেলতে পারেননি।
অন্যদিকে, আর্চারকে দলে নেওয়া হলেও দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে ছিলেন না তিনি। তৃতীয় টেস্টে কি খেলবেন আর্চার? স্টোকস বলছেন, “এখনও সেই সিদ্ধান্তে আসিনি। ওকে দ্বিতীয় টেস্টের আগে নেওয়া হয়েছিল কারণ যাতে ও নিজেকে মানিয়ে নেওয়ার সুযোগ পায়। তবে নিজেকে ঝালিয়ে নেওয়ার অনেকটাই সুযোগ পেয়েছে ও। তাই লর্ডসে নামার আগে সমস্ত দিক খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে কারা খেলবে।”
সূত্রের খবর, লর্ডসে জোড়া পরিবর্তন হতে পারে ইংল্যান্ড দলে। দ্বিতীয় টেস্টে জশ টং এবং ক্রিস ওকসকে তেমন একটা ছন্দে পাওয়া যায়নি। ওয়াকিবহাল মহল মনে করছে, এই দুই পেসারের জায়গায় প্রথম এগারোয় ফিরতে পারেন আর্চার এবং অ্যাটকিনসন।