স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ ফেব্রুয়ারি : চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই বুমরাহ। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচের মাঝেই দুবাইয়ে উপস্থিত তিনি। না, শুধু মহাযুদ্ধের উত্তাপ পোহাতে নয়, বুমরাহ হাজির হলেন বর্ষসেরার পুরস্কার গ্রহণ করতে। এদিন ভারত-পাক ম্যাচের আগে তাঁর হাতে পুরস্কার তুলে নিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।
আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন জশপ্রীত বুমরাহ। ২০২৪ জুড়ে অসাধারণ পারফরম্যান্সের জেরে এই সম্মান পেয়েছেন তিনি। একদিকে যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা প্লেয়ার হয়েছিলেন। তেমনই টেস্টে ৭১টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বুমরাহ।
ম্যাচের আগে সাদা জামা পরে মাঠে নামেন বুমরাহ। জাতীয় দলের কোচ গম্ভীর ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা বলেন তিনি। জড়িয়ে ধরেন কোহলিকে। তবে সেরা মুহূর্ত ধরা পড়ে শামির সঙ্গে। বুমরাহর অনুপস্থিতিতে তাঁর কাঁধেই ভারতের বোলিং নেতৃত্বের দায়িত্ব। ২০২৩-র বিশ্বকাপের পর চোটের জন্য বাইরে চলে যান। ফিরে আসেন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে। সেখানে আবার ছিলেন না বুমরাহ। অর্থাৎ প্রায় ১৫ মাস পর মাঠে দেখা হল ভারতীয় দলের দুই তারকার।