Wednesday, March 19, 2025
বাড়িখেলাচ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে কত টাকা পুরস্কার পাওয়া যাবে তা জানিয়ে দিল আইসিসি।

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে কত টাকা পুরস্কার পাওয়া যাবে তা জানিয়ে দিল আইসিসি।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ ফেব্রুয়ারি : ২০১৭ সালের পর আরও এক বার চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রতিযোগিতা। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে কত টাকা পুরস্কার পাওয়া যাবে তা জানিয়ে দিল আইসিসি। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া যে পরিমাণ অর্থ জিতেছিল, তার থেকে কমই পাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল।

শুক্রবার আইসিসি জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার (প্রায় সাড়ে ১৯ কোটি টাকা)। ফাইনালে হেরে যাওয়া দল পাবে ১.১২ মিলিয়ন ডলার (প্রায় ১০ কোটি টাকা)। সেমিফাইনালে হেরে যাওয়া দল দু’টি পাবে ৫ লক্ষ ৬০ হাজার ডলার (প্রায় ৫ কোটি টাকা) করে। আট বছর আগে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কারমূল্যের থেকে এ বারের মোট পুরস্কারমূল্য ৫৩ শতাংশ বেশি। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া পেয়েছিল ৪ মিলিয়ন ডলার (প্রায় ৩৫ কোটি টাকা)।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া আটটি দলকেই ১ লক্ষ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৯ লক্ষ টাকা) করে দেবে আইসিসি। গ্রুপ পর্ব থেকে বাদ যাওয়া দলগুলির জন্যেও থাকবে পুরস্কার। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে শেষ করা দলগুলি পাবে ৩ লক্ষ ৫০ হাজার ডলার (প্রায় ৩ কোটি ৪০ লক্ষ টাকা) করে। সপ্তম এবং অষ্টম স্থানে থাকা দলগুলি পাবে ১ লক্ষ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ২২ লক্ষ টাকা) করে। এ ছাড়া প্রতিটি ম্যাচের জয়ী দলকে দেওয়া হবে ৩৪ হাজার ডলার (প্রায় ৩০ লক্ষ টাকা)। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি কোনও দল পাঁচটি ম্যাচই জেতে (গ্রুপ পর্বে তিনটি, সেমিফাইনাল এবং ফাইনাল) তা হলে প্রায় ২১ কোটি টাকা পাবে।

১৯৯৬ সালে শুরু হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। এই প্রথম সেই প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান। ২০১৭ সালে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। আর দলের লড়াইয়ে দু’টি গ্রুপ করা হয়েছে। সব দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে। গ্রুপে প্রথম দুইয়ে শেষ করা দলগুলি খেলবে সেমিফাইনালে। একটি গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং নিউ জ়িল্যান্ড। অন্য গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য