Wednesday, December 11, 2024
বাড়িখেলাটেস্ট শুরুর ২৪ ঘণ্টা আগেই প্রথম একাদশ জানিয়ে দিল অস্ট্রেলিয়া

টেস্ট শুরুর ২৪ ঘণ্টা আগেই প্রথম একাদশ জানিয়ে দিল অস্ট্রেলিয়া

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৫ ডিসেম্বরঃ দিনরাতের টেস্টে নামার আগে স্বস্তির খবর অজি শিবিরে। চোট আশঙ্কা কাটিয়ে অ্যাডিলেডে খেলছেন অলরাউন্ডার মিচেল মার্শ। তবে পূর্ব ঘোষণা মতোই খেলছেন না জস হ্যাজেলউড। টেস্ট শুরুর ২৪ ঘণ্টা আগেই প্রথম একাদশ জানিয়ে দিল অস্ট্রেলিয়া।

অজি অধিনায়ক প্যাট কামিন্স জানিয়ে দিয়েছেন, দ্বিতীয় টেস্টে দলে একটি মাত্র পরিবর্তন করা হয়েছে। চোটের জন্য খেলতে না পারা হ্যাজেলউডের পরিবর্ত হিসাবে দলে আসছেন স্কট বোল্যান্ড। ইন্ডিয়া এ দলের বিরুদ্ধে নজর কেড়েছেন তিনি। অজি অধিনায়ক এদিন জানিয়েছেন, স্কট বরাবরই ভারতের বিরুদ্ধে ভালো পারফর্ম করেন। এবারও তিনি চমক দেবেন বলেই আশা কামিন্সের। একই সঙ্গে মার্শের ফিট হওয়ার খবরও জানিয়েছেন তিনি। কামিন্স জানিয়ে দিয়েছেন, মার্শ পুরো ফিট। অ্যাডিলেডে বল করতে কোনও সমস্যা নেই তাঁর।

জস হ্যাজেলউডের চোটের পাশাপাশি মার্শকে নিয়েও চিন্তা ছিল অজি শিবিরে। শোনা যাচ্ছিল, পারথে ‘অতিরিক্ত’ বেশি বল করার জেরে সামান্য চোট পেয়েছেন তিনি। অ্যাডিলেডে মার্শ আদৌ বল করতে পারবেন কিনা, সেটা নিয়ে সংশয় ছিল। মার্শ বল করতে না পারলে তাঁর পরিবর্তে খেলানোর জন্য নতুন মুখ ব্যু ওয়েবস্টারকে দলে ডেকে নিয়েছিলেন অজি নির্বাচকরা। ৩০ বছর বয়স হলেও অস্ট্রেলিয়ার জার্সিতে কখনও খেলেননি ব্যু। ডানহাতি এই ব্যাটার মাঝেমাঝে পেস বোলিংও করেন। তাই মিচেল মার্শের বিকল্প হিসাবে তাঁকেই ভাবছিল অজি টিম ম্যানেজমেন্ট। তবে বুধবার প্যাট কামিন্স জানিয়ে দিলেন, মার্শ অ্যাডিলেডে বোলিং করতে পারবেন। দলে একটিই বদল আনা হয়েছে।

অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ:
উসমান খোয়াজা, নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লিওঁ, স্কট বোল্যান্ড।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য