স্যন্দন ডিজিটেল ডেস্ক,৩০ নভেম্বর : বর্ডার-গাওস্কর ট্রফিতে খেলার জন্য এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছে ভারতের সিনিয়র দল। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটারকে ছাড়াই উন্মোচন হল ভারতীয় দলের নতুন জার্সির। এক দিনের ক্রিকেটে আগামী দিনে যে জার্সি পরে নামবে ভারতীয় দল তা প্রকাশ্যে আনা হল শুক্রবার। মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে জার্সি প্রকাশ করেছেন সচিব জয় শাহ এবং মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর।
বোর্ডের সচিব পদে আর এক দিন মেয়াদ রয়েছে জয় শাহের। ১ ডিসেম্বর থেকে আইসিসি-র দায়িত্ব নিতে চলেছেন তিনি। তার আগেই নতুন জার্সি প্রকাশ্যে নিয়ে এলেন। মহিলা দলই প্রথম এই জার্সিটি পরবে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তাদের এক দিনের সিরিজ় শুরু হচ্ছে ২২ ডিসেম্বর থেকে। তার আগে অবশ্য অস্ট্রেলিয়ায় এক দিনের সিরিজ় খেলবে। সেখানে এই জার্সি পরবে না। তার
জার্সির রং নীলই রাখা হয়েছে। তবে কাঁধের কাছে জাতীয় পতাকার অনুকরণে তিনটি রং রাখা হয়েছে। তার মাঝে রয়েছে তিনটি সাদা রঙের স্ট্রাইপ।
জার্সি প্রকাশ করার পর বোর্ডের পোস্ট করা ভিডিয়োয় হরমনপ্রীত বলেন, “নতুন জার্সি উন্মোচন করতে পেরে আমি আপ্লুত। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলার সময় আমরাই প্রথম এই জার্সি পরে নামব, এটা ভেবে গর্ববোধ হচ্ছে। আমি খুব খুশি। জার্সিটা দারুণ হয়েছে। কাঁধের কাছে তেরঙা নকশা খুব সুন্দর।”