Saturday, December 7, 2024
বাড়িখেলালেভার ১০০, পিএসজি ২৬তম, ইন্টারের সৌভাগ্য ও ফাইভ স্টার আর্সেনাল

লেভার ১০০, পিএসজি ২৬তম, ইন্টারের সৌভাগ্য ও ফাইভ স্টার আর্সেনাল

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৭ নভেম্বর:  অপেক্ষা ছিল আর একটি গোলের। অলিম্পিক স্টেডিয়ামে সেটি হতে সময় লাগল মাত্র ১০ মিনিট। পেনাল্টি থেকে গোল করেই চ্যাম্পিয়নস লিগে গোলদাতাদের সবচেয়ে অভিজাত ক্লাবে নাম লেখালেন রবার্ট লেভানডফস্কি। সেই তালিকায় আগেই ছিলেন এক পর্তুগিজ মহানায়ক, এক আর্জেন্টাইন কিংবদন্তি, এবার যোগ হলেন পোলিশ কিংবদন্তি লেভানডফস্কি। কোন ক্লাব—তা এতক্ষণে বুঝে ফেলার কথা। চ্যাম্পিয়নস লিগে অন্তত ১০০ গোলদাতাদের ক্লাব। ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিদের সেই ক্লাবে গতকাল রাতে নবতম সংযোজন হলেন লেভা।

সংযোজিত হয়েই লেভা অবশ্য থেমে থাকেননি, এক ধাপ এগিয়েছেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে করেছেন আরও একটি গোল। স্যান্ডউইচের মাঝের অংশের খাবারের মতো লেভার দুটি গোলের মধ্যে ৬৬ মিনিটে গোল করেন দানি ওলমো। বার্সেলোনাও ফরাসি ক্লাব ব্রেস্তের বিপক্ষে তুলে নিয়েছে ৩-০ গোলের জয়। এ জয়ে ৫ ম্যাচে মোট ১২ পয়েন্ট নিয়ে ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগ টেবিলের দুইয়ে উঠে এল বার্সা। জয়ের পর মুভিস্টার প্লাসকে লেভা বলেছেন, ‘খুব খুব খুশি লাগছে। চ্যাম্পিয়নস লিগে ১০১ গোল দারুণ একটি সংখ্যা। আমরা সব ম্যাচ জিততে চাই। দলকে সাহায্য করতে যদি গোল করতে পারি, খুব ভালো। আমরা মৌসুমের শেষ পর্যন্ত সব ম্যাচ জিততে চাই।’

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ১৮৭ ম্যাচে সর্বোচ্চ ১৪১ গোল রোনালদোর। ১৬৩ ম্যাচে ১২৯ গোল নিয়ে দুইয়ে মেসি। ১২৫ ম্যাচে ১০১ গোল নিয়ে তিনে লেভানডফস্কি।

বায়ার্ন মিউনিখ পিএসজি

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ৩৮ মিনিটে দক্ষিণ কোরিয়ান সেন্টারব্যাক কিম মিন-জায়ের গোলটাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় পিএসজির জন্য। এই গোল আর পরিশোধ করতে না পারায় ১-০ ব্যবধানের হারে ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগ টেবিলে ২৬তম স্থানে নেমে গেছে পিএসজি। অর্থাৎ, শেষ ষোলোয় ওঠার জন্য যে শেষ সীমারেখা, তার বাইরে ছিটকে পড়ল ফরাসি ক্লাবটি। শীর্ষ ৮ দল সরাসরি খেলবে শেষ ষোলোয়। বাকি ৮টি দল বেছে নেওয়া হবে টেবিলের ৯ম থেকে ২৪তম দলগুলোর মধ্যে প্লে–অফ খেলার মধ্য দিয়ে।

তবে পিএসজি স্ট্রাইকার গনসালো রামোস এখনই আশা হারাচ্ছেন না। ম্যাচ শেষে বলেছেন, ‘আমরা সবাই হতাশ। তবে কিছু করার নেই। আমরা পরের ম্যাচে মনোযোগী এবং এখনো পরের রাউন্ডে যেতে পারি। আমাদের জন্য চ্যাম্পিয়নস লিগ এখনই শেষ হয়ে যায়নি।’ ৫ ম্যাচে ১ জয়, ১ ড্র ও ৩ হারে ৪ পয়েন্ট পিএসজির।

ইন্টার মিলান লাইপজিগ

জিউসেপ্পে মিয়াজ্জা স্টেডিয়ামে ২৭ মিনিটে ফরাসি ডিফেন্ডার কাস্তিয়ো লুকেবার আত্মঘাতী গোলে ১-০ গোলের জয় পেয়েছে ইন্টার। চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে টানা ৪ ম্যাচ জিতে শীর্ষে উঠল ইতালিয়ান ক্লাবটি। ৫ ম্যাচে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। ১টি ম্যাচ ড্র করেছে ইন্টার।

হোসে আলভালাদে স্টেডিয়ামে অন্য ম্যাচে স্পোর্তিং লিসবনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে আর্সেনাল। ইংলিশ ক্লাবটির হয়ে একটি করে গোল করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, কাই হাভার্টজ, গ্যাব্রিয়েল মাগালাইস, বুকায়ো সাকা, লিয়ান্দ্রো তোসার। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে আর্সেনাল। অন্য ম্যাচে ইয়াং বয়েজের বিপক্ষে ৬-১ গোলে জিতেছে আতালান্তা। সালজবুর্গকে ৫-০ গোলে হারিয়েছে বায়ার লেভারকুসেন। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে জার্মান ক্লাবটি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য