Saturday, December 7, 2024
বাড়িখেলাদর্শকদের দুয়ো শুনে গুয়ার্দিওলা বললেন, ‘তাদের অধিকার আছে’

দর্শকদের দুয়ো শুনে গুয়ার্দিওলা বললেন, ‘তাদের অধিকার আছে’

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৭ নভেম্বর:   চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার ফেইনুর্ডের বিপক্ষে ম্যাচ শেষে এই তেতো অভিজ্ঞতা হয় ম্যানচেস্টার সিটির। চোট-জর্জর দল দুঃসময়ের চক্রে আছে বেশ কিছু দিন ধরেই। এই ম্যাচে এক পর্যায়ে মনে হচ্ছিল, অবশেষে স্বস্তির ছোঁয়া তারা পেতে যাচ্ছে।৭৩ মিনিট পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে ছিল সিটি। কিন্তু ১৫ মিনিটের মধ্যে অবিশ্বাস্যভাবে তিন গোল করে ম্যাচ ড্র করে ফেইনুর্ড।শেষ বাঁশি বাজার পর দুয়োর সুর ভেসে আসতে থাকে গ্যালারি থেকে। তবে সেই সুরে ভালোবাসা আর অধিকারের ছোঁয়াই দেখেছেন গুয়ার্দিওলা।

“অতীতের সাফল্য স্মরণ করার জন্য তো তারা এখানে আসেনি, তারা এসেছিলেন দলের জয় দেখতে। তারা যেটা অনুভব করেন, সেটা প্রকাশ করার অধিকার অবশ্যই আছে তাদের। তারা নিশ্চয়ই অনেক হতাশ।”এমন ড্রয়ের পর স্বাভাবিকভাবেই বেশ হতাশ গুয়ার্দিওলা। তবে ফুটবলারদের তিনি কখনোই কাঠগড়ায় দাঁড় করান না সাধারণত। এবারও তিনি দিকে দিকে আঙুল তুলছেন না।“(ফুটবলারদের) কিছু বলা খুব জরুরি নয়, তারা খুব ভালোভাবেই জানে। যা হয়েছে, ব্যাপারটি এমনই। এই মুহূর্তে হজম করা কঠিন।”

 “ভালো খেলা ছিল… আমরা ভালো খেলছিলাম, তিন গোল করলাম, আরও করতে পারতাম। এভাবে গোলের পর গোল খাওয়া, বিশেষ করে প্রথমটি… এরপর আমরা আর স্থিতিশীল হতে পারিনি। এটা নিবেদনের ব্যাপার নয়, ফুটবলে নির্দিষ্ট কিছু মুহূর্তে সজাগ থাকতে হয়।”গুয়ার্দিওলা যে প্রথম গোলের কথা বলছেন, সেটি হয়েছে ইয়োশকে ভার্দিওলের গোলে। বাজে এক ব্যাকপাস থেকে বলা যায় প্রতিপক্ষকে গোল উপহার দিয়েছেন ২২ বছর বয়সী ক্রোয়াট ডিফেন্ডার।তবে তাকেও কোনোরকম দায় দিতে চান না কোচ।

“তার বয়স কম, সে শিখবে। নির্দিষ্ট কিছু নিয়ে তার দিকে আঙুল তোলা হবে খুবই ভুল। সে দুর্দান্ত ফুটবলার, দারুণ ছেলে এবং যে কোনো সময়ের চেয়ে এখনই তার পাশে থাকা দরকার বেশি করে।”একগাদা ফুটবলারের চোট নিয়ে গত কিছুদিনে বেশ কবারই হাহাকার করেছেন গুয়ার্দিওলা। ম্যানচেস্টার সিটির ইতিহাসের সফলতম কোচ আবারও বললেন, এই মৌসুমে যে দলের কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক হবে না।

“আমাদের জন্য মৌসুমটি কঠিন হবে এবং অনেক পরিস্থিতির কারণেই এটা মেনে নিতে হবে আমাদের। আজকে খেলাটা আমরা প্রায় শেষ করেই দিয়েছিলাম, কিন্তু সঠিক মুহূর্তে তাদেরকে চেপে ধরতে পারিনি। অনেক অনেক জায়গাতেই দল নিবেদিত ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু একটা হয়ে গেল, এরপর আমরা আর শক্ত থাকতে পারিনি। এই ভুলগুলো দূর করার চেষ্টা করতে হবে আমাদের।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য