Friday, December 6, 2024
বাড়িখেলাগোল-খরা কাটানোর পর রেয়াল মাদ্রিদে প্রথম দিনটির কথা মনে করিয়ে দিলেন এমবাপে

গোল-খরা কাটানোর পর রেয়াল মাদ্রিদে প্রথম দিনটির কথা মনে করিয়ে দিলেন এমবাপে

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৫ নভেম্বর:  রেয়াল মাদ্রিদের আক্রমণভাগে এমবাপের পজিশন নিয়ে আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। এমনিতে বাঁ পাশে খেলতেই বেশি অভ্যস্ত তিনি। তবে রেয়ালে এখানে খেলেন সাধারণত ভিনিসিউস জুনিয়র। এমবাপেকে তাই সামনে ও ভেতরে অনেকটা স্ট্রাইকারের মতো কাজে লাগানোর চেষ্টা করছিলেন আনচেলত্তি। কিন্তু এখানে প্রত্যাশিত চেহারায় দেখা যাচ্ছিল না এই ফরোয়ার্ডকে।

লা লিগায় রোববার লেগানেসের বিপক্ষে এই দুজনের পজিশন অদলবদল করান আনচেলত্তি। কৌশল কাজে দেয় দারুণ। ভিনিসিউসের পাস থেকেই বাঁ পাশ দিয়ে ভেতরে ঢুকে গোল করেন এমবাপে। চার ম্যাচ পর গোলের স্বাদ পেলেন তিনি।পরে ফেদে ভালভের্দে ও জুড বেলিংহ্যামের সৌজন্যে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রেয়াল।গোল করতে না পারলেও ভেতরে খেলে গোটা ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেন ভিনিসিউস। বাঁ পাশে এমবাপে ইঙ্গিত দেন আপন রূপে ফেরার।দুজনের পজিশনের এই পরিবর্তনের কথা ম্যাচের পর আলাদা করে বললেন আনচেলত্তিও।

“ওদের দুজনের পজিশন একটু বদলে দিয়েছি আমরা। কিলিয়ান বাঁ পাশে খেলেছে, যেখানে সে ভালো করেছে এবং ভিনিসিউস খেলেছে ভেতরে। উন্মুক্ত গোলের ক্ষেত্রে তাদের পারফরম্যান্সকে তুলে ধরতে হবে আমাদের। তারা খুবই ভালো খেলেছে। ভিনিসিউসের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে গোল করেছে এমবাপে। আস্তে আস্তে তারা দুজনই উন্নতি করছে।”তবে এখন থেকে এই পজিশনেই দুজনকে নিয়মিত দেখা যাবে, এমন নিশ্চয়তা দেননি আনচেলত্তি। রেয়াল মাদ্রিদ কোচ বললেন, এই ম্যাচের জন্য প্রয়োজনীয়তা অনুধাবন করেই পরিবর্তনটি তিনি এনেছিলেন।

“কিলিয়ান ওই পজিশনে (বাঁ পশে) খেলতেই অভ্যস্ত এবং আজকে তার জন্য, দলের জন্য এটিই ছিল সবচয়ে উপযুক্ত। করণ, বাইরে খেলতে হলে অনেক বেশি প্রচেষ্টার প্রয়োজন হয়। ভিনিসিউস ফিরে এসেছে (আন্তর্জাতিক বিরতি থেকে) বৃহস্পতিবার, কিন্তু কিলিয়ান দেড় সপ্তাহ ধরেই এখানে অনুশীলন করছিল এবং বেশি তরতাজা ছিল।”এই ম্যাচের আগে লিগে আন্তর্জাতিক বিরতির সময়টায় ব্রাজিলের হয়ে দুটি ম্যাচ খেলেন ভিনিসিউস। এই বিরতিতে নেশন্স লিগের দুটি ম্যাচ খেলেছে ফ্রান্সও। তবে স্কোয়াডে ছিলেন না অধিনায়ক এমবাপে।লেগানেসের বিপক্ষে গোলের পর অভ্যস্ত পজিশনে খেলার স্বস্তির প্রসঙ্গে জানতে চাওয়া হলো এমবাপের কাছেও। তবে তিনি এটিকে পাত্তাই দিলেন না।

 “সাম্প্রতিক সময়ের অন্য ম্যাচগুলির চেয়ে ভিন্ন পজিশনে খেলেছি আজকে। তবে এখানে আসার পর প্রথম দিনেই যেটা বলেছি, পজিশন নিয়ে কোনো আপত্তি নেই আমার। বিভিন্ন পজিশনে খেলতে পারি। আজকে এক পজিশন খেললাম, পরের ম্যাচে অন্য পজিশনেও খেলতে পারি। আমি শুধু দলকে সহায়তা করতে চাই।”“আমার গোটা ক্যারিয়ারের গল্পই এমন। বাঁয়ে খেলতে পারি, ডানে খেলত পারি, সামনে দুজনের একজন হয়ে খেলতে পারি। কোনোটিতেই আপত্তি নেই। আমার চাওয়া শুধু ভালো খেলা, গোল করা ও দলকে সহায়তা করা।”

লেগানেসের বিপক্ষে এই জয়ের পর রেয়াল মাদ্রিদ ব্যবধান কমাতে পেরেছে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে। আগের দিন সেল্তা ভিগোর বিপক্ষে বার্সেলোনা পয়েন্ট হারানোর পর রেয়াল জিততে মরিয়া ছিল, বললেন এমবাপে।“বার্সেলোনা কালকে ড্র করার পর আজকে আমরা এখানে এসেছিলাম জেতার জন্য। আমরা খুব খুশি যে লক্ষ্য পূরণ হয়েছে।”১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে বার্সেলোনা। রেয়াল মাদ্রিদের পয়েন্ট ৩০ হলেও ম্যাচ তারা খেলেছে একটি কম। তাই ব্যবধান স্রেফ এক পয়েন্টে নেওয়ার সুযোগ সামনে আসবে তাদের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য