Saturday, January 25, 2025
বাড়িখেলাঅস্ট্রেলিয়ায় সপ্তম স্বর্গে বিরাট, গুঁড়িয়ে দিলেন শচীন-ব্র্যাডম্যানদের রেকর্ডও

অস্ট্রেলিয়ায় সপ্তম স্বর্গে বিরাট, গুঁড়িয়ে দিলেন শচীন-ব্র্যাডম্যানদের রেকর্ডও

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ নভেম্বর : ২০২৩ সালের জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার সেঞ্চুরি করেছিলেন। মাঝখানে ১৫টা মাস চেষ্টা কম করেননি। রান যে কমবেশি আসেনি তা নয়। অবশেষে পারথে সেই অপেক্ষার অবসান ঘটল। খুঁজে পাওয়া গেল চেনা বিরাট কোহলিকে। পারথে পর পর দুই ম্যাচে দুই শতরান। অস্ট্রেলিয়ার মাটিতে সপ্তম সেঞ্চুরি। বিরাট কোহলি ফের বোঝালেন অজিভূমে তিনিই রাজা। সেই সঙ্গে গুঁড়িয়ে দিলেন শচীন তেণ্ডুলকর, ডন ব্র্যাডম্যানদের মতো কিংবদন্তিদের রেকর্ড।

১১৬
অ্যাডিলেড, জানুয়ারি ২০১২
১১৫
অ্যাডিলেড, ডিসেম্বর ২০১৪
১৪১
অ্যাডিলেড, ডিসেম্বর ২০১৪
১৬৯
মেলবোর্ন, ডিসেম্বর ২০১৪
১৪৭
সিডনি, জানুয়ারি ২০১৫
১২৩
পারথ, ডিসেম্বর ২০১৮
১০০*
পারথ, নভেম্বর ২০২৪

কী কী রেকর্ড গড়লেন কিং?
১। ভারতীয়দের মধ্যে অজিভূমে সর্বাধিক সেঞ্চুরি (৭)। টপকালেন শচীন তেণ্ডুলকরকে।
২। অস্ট্রেলিয়ায় শচীনের সেঞ্চুরি সংখ্যা ৬। অস্ট্রেলিয়ার মাটিতে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে সর্বাধিক সেঞ্চুরিও বিরাটের নামের পাশে। বিরাট ছাড়া অস্ট্রেলিয়ায় ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ৭টি সেঞ্চুরি মাছে রিকি পন্টিংয়ের।
৩। কেরিয়ারের ৩০-তম টেস্ট সেঞ্চুরি বিরাটের। টপকালেন ডন ব্র্যাডম্যানকে
৪। চতুর্থ ভারতীয় হিসাবে টেস্টে তিরিশ বা তার বেশি সেঞ্চুরির মালিক হলেন বিরাট। এর আগে শচীন (৪৯), রাহুল দ্রাবিড় (৩৬), এবং সুনীল গাভাসকর (৩৪) তিরিশের বেশি সেঞ্চুরি করেছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য