স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ নভেম্বর: মাত্র ১৬ বছর বয়সে অভিষেকের পর থেকে নিয়মিতই তাক লাগানো পারফরম্যান্স উপহার দিচ্ছেন ইয়ামাল। এরই মধ্যে বার্সেলোনা ও স্পেনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন এই ফরোয়ার্ড। প্রশংসা কুড়াচ্ছেন বর্তমান ও সাবেক খেলোয়াড়দের।স্প্যানিশ লা লিগার কনিষ্ঠতম গোলদাতা ইয়ামাল। পরে সবচেয়ে কম বয়সে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার রেকর্ডও গড়েন তিনি। গত জুলাইয়ে স্পেনের ইউরো জয়ী আসরে টুর্নামেন্টের সেরা উদীয়মান ফুটবলারের স্বীকৃতি পান এই তরুণ।
ইয়ামালের খেলা প্রথমবার দেখে অবাক হয়েছিলেন লেভানদোভস্কি। ক্লাব সতীর্থের স্তুতি করে পোলিশ তারকার বলেছেন, এখন সব তরুণের জন্যই কঠিন চ্যালেঞ্জ লড়াইয়ে টিকে থাকা। সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডের সঙ্গে আড্ডায় ইয়ামালের ক্ষেত্রেও একই কথা বললেন তিনি।“লামিনে ইয়ামাল, ক্যারিয়ারে এই প্রথম আমি একজনের দিকে তাকিয়ে হতবাক হয়ে বলেছিলাম, তার মধ্যে বিশেষ কিছু আছে। (জামাল) মুসিয়ালার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম ছিল, তার মধ্যে যে কিছু একটা আছে সেটা প্রকাশ্য ছিল।”
“আমি মনে করি, এখনকার তরুণ খেলোয়াড়দের জন্যও ব্যাপারটা আলাদা, লামিনে ইয়ামালের জন্য সবচেয়ে কঠিন কাজ হবে ১০-১৫ বছর ধরে নিজের মানের শীর্ষে থাকা, ২৮-২৯ বছর বয়স পর্যন্ত একই পর্যায়ে থাকা। আমার মনে হয়, এখন খেলার চাহিদা যেভাবে বাড়ছে, তাতে একজন খেলোয়াড়ের জন্য ১০ বছরের বেশি শীর্ষে খেলা খুব কঠিন।”ইয়ামালের সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করেন লেভানদোভস্কি। তরুণ সতীর্থকে মাঝেমধ্যে ছোটখাটো পরামর্শও দিয়ে থাকেন অভিজ্ঞ স্ট্রাইকার। তবে এখন যে পরিস্থিতি অনেক বদলে গেছে সেটাও তুলে ধরলেন ৩৬ বছর বয়সী লেভানদোভস্কি।
“আমি তাকে ছোট কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখন এই ব্যাপারটিও বদলে গেছে। আমি যখন ছোট ছিলাম, তখন ব্যাপারটা ছিল আরও শক্তিশালী হওয়া, ১৫ বছর আগে বয়সে বড় খেলোয়াড়রা আপনার ওপর চেঁচামেচি করত, চ্যালেঞ্জ জানাত…”“আমার মনে হয়, এখনকার তরুণ খেলোয়াড়রা কেউ তাদের ওপর চিৎকার করুক, এটা পছন্দ করে না।সময় বদলে গেছে। তবে শুধু ফুটবলে নয়, জীবনে, কর্মক্ষেত্রে, তরুণরা এটা অতটা পছন্দ করে না। আমি এটা বলতে চাই না যে, আপনি তাদের সঙ্গে উচ্চস্বরে কথা বলতে পারবেন না, তবে আপনি সর্বদা তাদের ওপর চেঁচামেচি করতে পারবেন না। সুতরাং আপনাকে পরিবর্তন করতে হবে, আপনাকে এখন ভারসাম্য খুঁজে বের করতে হবে।”