স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ নভেম্বর: হ্যাঁ, ম্যানচেস্টার সিটিতে চুক্তির মেয়াদ বাড়িয়ে এমনটিই বললেন গুয়ার্দিওলা। দুর্দিনে ক্লাবকে আরও বিপদে ফেলে চলে যেতে চাননি ৫৩ বছর বয়সী কোচ।সিটিতে গুয়ার্দিওলার চুক্তির মেয়াদ বাড়ানোর খবর গত কয়েকদিনে ছড়িয়ে পড়েছিল সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণাও চলে এলো বৃহস্পতিবার। ইংলিশ সংবাদমাধ্যমে অবশ্য এসেছিল এক মৌসুম বাড়ানোর খবর। তবে সিটি জানাল, চলতি মৌসুম শেষে আরও দুই মৌসুম সিটির কোচের দায়িত্বে থাকবেন এই স্প্যানিয়ার্ড।২০২০ ও ২০২২ সালে সিটিতে চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নভেম্বর মাসেই নিয়েছিলেন গুয়ার্দিওলা। এবারও এই সময়ের আন্তর্জাতিক বিরতির ভেতরই সিদ্ধান্তটি নিলেন তিনি।নতুন চুক্তি স্বাক্ষর করে সিদ্ধান্তের পেছনের গল্প শোনালেন গুয়ার্দিওলা।
“মৌসুমের শুরু থেকে অনেক ভাবছিলাম আমি। সত্যিটা বলতে চাই, ভেবেছিলাম এই মৌসুমই এখানে আমার শেষ। তবে গত মাসে যে সমস্যার ভেতর দিয়ে আমরা গেলাম, এরপর মনে হলো, ছেড়ে যাওয়ার সঠিক সময় এখন নয়। এই ক্লাবকে হতাশ করতে চাইনি আমি।”একের পর এক ফুটবলারের চোটে জর্জর হয়ে পড়া ম্যানচেস্টার সিটি সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ চার ম্যাচে জিততে পারেনি। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান হারিয়েছে তারা। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে এখন তারা পিছিয়ে আছে পাঁচ পয়েন্টে।
মৌসুমের অনেকটা সময় অবশ্য এখনও পড়েই আছে। আগেও বাজে শুরুর পর ঘুরে দাঁড়িয়ে দলকে সাফল্য এনে দিয়েছেন গুয়ার্দিওলা। তার কোচিংয়ে আট মৌসুমে ছয়টি প্রিমিয়ার লিগসহ মোট ১৮টি শিরোপা জয় করেছে সিটি। প্রথমবারের মতো জিতেছে স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ইংল্যান্ডের মাঝারি মানের ক্লাব হয়ে উঠেছে বিশ্বের সেরা ক্লাবগুলির একটি। শুধু ট্রফি বা শিরোপা জয় দিয়েই নয়, খেলার ধরন দিয়েও বিশ্বজুড়ে নিজেদেরকে আলাদা করে ফুটিয়ে তুলেছে তারা। সাফল্যের হাত ধরে এসেছে আর্থিক লাভের জোয়ারও।শেষ পর্যন্ত সিটিতে চুক্তি বাড়িয়ে গুয়ার্দিওলা বললেন, আরও সাফল্য এনে দিতে চান তিনি এই ক্লাবকে।
“ম্যানচেস্টার সিটি মানে আমার কাছে এত কিছু…। এখানে আমার নবম মৌসুম চলছে এবং একসঙ্গে অসাধারণ অনেক সময় আমরা কাটিয়েছি। এই ফুটবল ক্লাবের জন্য আমার অনুভূতি সত্যিকার অর্থেই স্পেশাল। এজন্যই আরও দুই মৌসুম থাকতে পেরে আমি উচ্ছ্বসিত।”“এখানে থাকতে পারা সবসময়ই সম্মানের, সন্তুষ্টির ও মর্যাদার। আগেও বহুবার বলেছি, একজন ম্যানেজারের যা চাওয়া থাকত পারে, সবকিছুই পেয়েছি আমি এবং এজন্য আমি খুবই কৃতজ্ঞ। আশা করি, আগের ট্রফিগুলোর সঙ্গে আরও ট্রফি যোগ করতে পারব আমরা।
আমার মনোযোগ থাকবে সেদিকেই।” ইএসপিএনের খবর, গুয়ার্দিওলাকে হারানোর শঙ্কা ভালোমতোই পেয়ে বসেছিল সিটিকে। নতুন চুক্তির পর তাই ক্লাবে এসেছে উৎসবের উপলক্ষ। ক্লাবের চেয়ারম্যান খালদুন আল মুবারাকের বিবৃতিতেই মিশে থাকল সেই আনন্দ।“সিটির প্রতিটি ভক্তের মতো আমিও উচ্ছ্বসিত যে, ম্যানচেস্টার সিটিতে পেপের পথচলা চলতে থাকবে এবং তার নিবেদন, আবেগ ও উদ্ভাবনী ভাবনা দিয়ে খেলাটির গঠন গড়ে দেওয়ায় ভূমিকা রাখবে।”“উন্নতি ও সাফল্যের জন্য তার যে তাড়না, তাতে কখনোই টান পড়ে না এবং এটির সরাসরি সুফল পেতে থাকবে আমাদের ফুটবলাররা ও কোচিং স্টাফরা, আমাদের ক্লাবের সংস্কৃতি ও আরও বৃহত্তরভাবে, গোটা ইংল্যান্ডের ফুটবল।”