Thursday, December 26, 2024
বাড়িখেলাবরখাস্ত হওয়া টেন হাগের কাছে ক্ষমা চেয়েছেন ফের্নান্দেস

বরখাস্ত হওয়া টেন হাগের কাছে ক্ষমা চেয়েছেন ফের্নান্দেস

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৪ নভেম্বর: অনেক আলোচনা-সমালোচনা পর গত ২৮ অক্টোবর টেন হাগকে বরখাস্ত করার ঘোষণা দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। সহকারী কোচ রুড ফন নিস্টলরয় পান ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব।ভারপ্রাপ্ত কোচের কোচিংয়ে লিগ কাপে লেস্টার সিটির বিপক্ষে বড় জয়ের পর রোববার চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করে ইউনাটেড।ঘরের মাঠে এই ম্যাচে পেনাল্টি থেকে ইউনাইটেডের গোলটি করেন ফের্নান্দেস। ম্যাচের পর তিনি বললেন, টেন হাগের বিদায়ে হৃদয় পুড়ছে তার।“যখনই কোনো ম্যানেজারকে চলে যেতে হয়, এর কিছুটা দায় আমাদের নিজেদের ওপরও পড়ে। কারণ গোটা দলই তো ভালো করতে পারছ না। ১৫ জন ফুটবলারকে বাদ দেওয়ার চেয়ে স্রেফ ম্যানেজারকে সরিয়ে দেওয়া সহজ।”

“ম্যানেজারকে বিদায় নিতে হওয়া মানে ক্লাবের কারও জন্যই তা ভালো ব্যাপার নয়। দল সেরা অবস্থায় নেই, খুব ভালো ফল করতে পারছে না এবং সেটির খেসারত কেবল তাকেই দিতে হয়েছে।”শুধু ক্যামেরার সামনে বলার জন্য নয়, নিজেদের দায়ের কথা টেন হাগকেও বলেছেন তিনি এবং সেখানেও নিজেকে দাঁড় করিয়েছেন কাঠগড়ায়।“ম্যানেজারের (টেন হাগ) সঙ্গে কথা বলেছি আমি এবং ক্ষমা চেয়েছি। তাকে চলে যেতে হওয়ায় আমি হতাশ ছিলাম এবং তাকে সহায়তা করতে চেয়েছি। আমি গোল করতে পারছিলাম না। আমরা গোল করতে পারছিলাম এবং নিজেকে দায়ী মনে হয়েছে আমার।”টেন হাগের বিদায়ের পর দ্রুত নতুন কোচও নিয়োগ দিয়ে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্পোর্তিং লিসবনের কোচ হিসেবে পর্তুগালে সাড়া জাগানো হুবেন আমুরি নিয়োগ পেয়েছেন আড়াই বছরের চুক্তিতে। আগামী সোমবার থেকে ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে ৩৯ বছর বয়সী কোচের দায়িত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য