স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৪ নভেম্বর: টেন হাগকে বরখাস্ত করার পর অন্তবর্তীকালীন দায়িত্বে ফন নিস্টলরয়ের কোচিংয়ে গত বুধবার লিগ কাপে লেস্টার সিটিকে ৫-২ গোলে বিধ্বস্ত করে ইউনাইটেড। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার তারা ১-১ গোলে ড্র করে চেলসির সঙ্গে।ঘরের মাঠে এ দিন এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি ইউনাইটেড। তবে তাদের সাম্প্রতিক যা অবস্থা ছিল, তাতে বড় ম্যাচে ড্র করতে পারাও কম স্বস্তির নয়।ফন নিস্টলরয়ের কথাতেও তা ফুটে উঠল। টেন হাগের বিদায়ের পর আবেগের নানা স্রোতে ভাসতে হয়েছে গোটা দলকে। সেখান থেকে দ্রুতই আবার গোটা দলের ফুটবলে মনোযোগ ফেরানোর চ্যালেঞ্জ নিতে হয়েছে ভারপ্রাপ্ত কোচকে।
“ছয় দিন… আবেগের রোলার-কোস্টার… এরিকের (টেন হাগ) বিদায় অবশ্যই দুঃখজনক ছিল খুবই। তবে পরের দিনটিতেই আবার মনোযোগ দিতে হয় দলকে তৈরি করে তোলায়, কারণ ওল্ড ট্র্যাফোর্ডে ৭৫ হাজার দর্শক আসে দলের খেলা দেখতে। এই দায়বদ্ধতা তাই আমাদের আছে।”“ফুটবলাররাও মনে করে, তাদের দায়বদ্ধতা আছে আরও ভালো করার। তারা নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করিয়েছে। বুধবারের ম্যাচে তারা যেভাবে সাড়া দিয়েছে এবং আজকে, এতে ফুটে উঠেছে যে, তারা নিজেরাও ব্যাপারগুলো অনুভব করতে পারছে।”
এই ফুটবলারদের অনুভূতি, নতুন করে উজ্জীবিত হওয়া, ভালো করার প্রতিজ্ঞা, এসব থেকেই সাফল্যের সৌধ গড়ার বিশ্বাস পাচ্ছেন ফন নিস্টলরয়।“যে পারফরম্যান্স, যে ‘স্পিরিট’ ফুটবলাররা দেখিয়েছে, এটাই ভিত্তি। এখান থেকেই আবার গড়ে তুলতে হবে, তাহলে ফুটবলের মানও ফিরে আসবে আবার। এই ভিত কাজে লাগাতে হবে, এরপর উন্নতির অনেক জায়গা আছে।”সেই সৌধ গড়ার পথে ফন নিস্টলরয় নিজে থাকতে পারবে কি না, প্রশ্নটি আছে এখনও। ইউনাইটেডের নতুন কোচ হুবেন আমুরি ওল্ড ট্র্যাফোর্ডে দায়িত্ব নেবেন আগামী সোমবার। সব কোচই নিজস্ব কোচিং স্টাফ রাখতে পছন্দ করেন। আমুরিও জানিয়েছেন, স্পোর্তিং লিসবনে নিজের সহকারীদের নিয়ে তিনি নতুন ক্লাবে আসবেন। সেই কোচিং স্টাফে ফন নিস্টলরয়ের জায়গা হবে কি না, সেটি এখন কৌতূহলের জায়গা।আমুরিকে কোচ ঘোষণা করার পরপরই অবশ্য নিস্টলরয় বলেছেন, যে কোনো ভূমিকায় ইউনাইটেডে থেকে যেতে তিনি আগ্রহী। এই ক্লাবের হয়ে দেড়শ ম্যাচ খেলে প্রায় একশ গোল করা সাবেক স্ট্রাইকার আরও একবার জানালেন নিজের সেই ইচ্ছের কথা।
“ভবিষ্যৎ নিয়ে আমি উন্মুক্ত। তাকে (আমুরি) আরও ভালোভাবে জানার জন্য মুখিয়ে আছি আমি। পর্তুগালে সে খুবই ভালো করেছে। সে তরুণ কোচ, প্রতিভাবান এবং পর্তুগালে খুব ভালো সাফল্য পেয়েছে।”“আমার মনে হয়, দলের স্পিরিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা কোনো একজন বা ব্যক্তির ব্যাপার নয়, সবকিছুর ওপরে এই ক্লাব। আমরা তার (আমুরি) পাশে থাকব এবং আমরা সবাই যেখানে ম্যানচেস্টার ইউনাইটেডকে দেখতে চাই, সেখানে তুলে নিতে সহায়তা করব।”