Sunday, July 27, 2025
বাড়িখেলাব্রাজিল দলে ফিরলেন ভিনিসিউস, ফিরতে চেয়েও অপেক্ষায় নেইমার

ব্রাজিল দলে ফিরলেন ভিনিসিউস, ফিরতে চেয়েও অপেক্ষায় নেইমার

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ নভেম্বর: আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল, পাঁচ দিন পর লড়াই উরুগুয়ের সঙ্গে। ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র জানালেন, এই দুই ম্যাচের দলে ফিরতে খুবই আগ্রহী ছিলেন নেইমার। তবে চোটপ্রবণ তারকাকে নিয়ে তাড়াহুড়ো করতে চান না তারা।এই দুই ম্যাচের দলে আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন এন্দ্রিকের বাদ পড়া। দলে ফিরেছেন আরেক বিস্ময় বলক ‘ছোট মেসি’ নামে পরিচিত পেয়ে যাওয়া এস্তেভো উইলিয়ান।ব্রাজিলের জার্সিতে নেইমার সবশেষ খেলেছেন গত বছরের ১৭ অক্টোবর। সেই ম্যাচেই গুরুতর চোট পেয়ে ছিটতে পড়েন তিনি। দীর্ঘদিন পর মাঠে ফিরতে পারেন গত ২১ অক্টোবর আল হিলালের হয়ে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের বিপক্ষে ৫-৩ গোলে জয়ের ম্যাচে ৭৭তম মিনিটে মাঠে নামানো হয় তাকে। তবে শুক্রবার সৌদি প্রো লিগে আল নাস্রের বিপক্ষে ম্যাচে তাকে দেখা যায়নি।

ব্রাজিলের সফলতম গোলস্কোরার এখন চোটমুক্ত বলেই জানালেন দরিভাল। তবে তাকে এখনই না ফেরানোর কারণ ব্যাখ্যা করলেন ব্রাজিল কোচ।“আমরা তাকে (নেইমার) এখনই ফিরিয়ে আনতে চাইনি। তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না। কার্যত সে পুরোপুরি ফিট। তবে মাত্র কয়েক মিনিট খেলেছে (ক্লাবের হয়ে), এটা এই সিদ্ধান্তের পক্ষে (তাকে না রাখা) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”“তার ইচ্ছে ছিল এখানে থাকার। তবে পরিস্থিতি সে বুঝতে পেরেছে। যে অবস্থায় সে আছে, খুব বেশি মিনিট খেলতে পারেনি এখনও। ক্লাবের প্রক্রিয়াকে সম্মান জানাতে হবে আমাদের। তার মতো একজনকে এখানে পেলে তা দারুণ স্বস্তির ব্যাপার হতো এবং আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, তবে এখনও সে পুরোপুরি প্রস্তুত নয়।”সব ঠিক থাকলে তাই আগামী মার্চে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে পারবেন নেইমার।

ঘাড়ের সমস্যার কারণে গত মাসের বিশ্বকাপ বাছাইয়ে খেলতে না পারা ভিনিসিউস ফিরেছেন দলে। বার্সেলোনার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা রাফিনিয়া যথারীতি আছে স্কোয়াডে।রেয়াল মাদ্রিদের সবশেষ চার ম্যাচে মাঠে নামতে না পারা এন্দ্রিক ছিটকে পড়েছেন জাতীয় দল থেকেও। ১৭ বছর বয়সী এস্তেভো উইলিয়ান ফিরেছেন দলে। আগামী মৌসুমে চেলসিতে যোগ দিতে যাওয়া এই উইঙ্গার জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন এর মধ্যে।গত বুধবার ম্যানচেস্টার সিটির হয়ে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচ চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়ে যাওয়া সাভিনিয়োকে জাতীয় দলে রেখেছেন দরিভাল।বিশ্বকাপ বাছাইয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে আছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে তিনে উরুগুয়ে। ১৯ পয়েন্ট নিয়ে দুয়ে কলম্বিয়া। শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ২২।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!