স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ নভেম্বর: সময়ের সঙ্গে আলোচনা একটু স্তিমিত হয়ে আসছিল। আবার তা উসকে দিলেন দরিভাল জুনিয়র। ব্রাজিলের কোচের অকপট মতামত, ব্যালন দ’র প্রাপ্য ছিল ভিনিসিউসের। তবে রেয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকা আরও বড় পুরস্কার জিতেছেন বলেই মনে করেন কোচ, যে প্রাপ্তির নাম মানুষের ভালোবাসা।ভিনিসিউসের ব্যালন দ’র না পাওয়া এবং সেই আয়োজনে রেয়াল মাদ্রিদের পক্ষ থেকে কারও উপস্থিত না হওয়াকে ঘিরে কয়েকদিন তোলপাড় চলেছে ফুটবলবিশ্বে। সেই ঢেউ এবার স্পর্শ করল তার জাতীয় দলের কোচকেও।
সামনেই ব্রাজিলের জার্সিতে মাঠে নামবেন ভিনিসিউস। ঘাড়ের চোটের কারণে গত মাসে বিশ্বকাপ বাছাইয়ে খেলতে না পারা তারকাকে সামনের দুটি ম্যাচের দলে রেখেছেন কোচ দরিভাল। সেই দল ঘোষণাতেই ভিনিসিউসের ব্যালন দ’র না পাওয়ার প্রসঙ্গ উঠে এলোপুরস্কারজয়ী রদ্রির পারফরম্যান্স নিয়ে আঙুল তুলতে চান না ব্রাজিল কোচ। তবে সবচেয়ে বেশি উপযুক্ত মনে করেন তিনি ভিনিসিউসকেই।“ওর সঙ্গে আগের দিন কথা হয়েছিল আমার। পরে আর কথা হয়নি। সামনাসামনি কথা বলতে হবে।”“আমার মতে এটা অন্যায়। খুবই অন্যায্য একটা পরিস্থিতি, বিশেষ করে এটা যখন একটা ব্যক্তিগত পুরস্কার। যে পুরস্কার জিতেছে, তার বিরুদ্ধে আমার কিছু বলার নেই। বরং উল্টোটা, স্প্যানিশ ফুটবলের দারুণ একজন ফুটবলারের স্বীকৃতি এটি। তবে ভিনিসিউস যা করেছে, তার প্রাপ্য ছিল অন্যরকম স্বীকৃতি।”
পুরস্কারটি জয়ের সম্ভাবনায় বিশ্বজুড়ে সংবাদমাধ্যম ও বিশেষজ্ঞরা বেশির ভাগই এগিয়ে রাখছিলেন ভিনিসিউসকে। তবে শেষ পর্যন্ত তা জিতে নেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ভিনিসিউস হন দ্বিতীয়। তার দুই ক্লাব সতীর্থ জুড বেলিংহ্যাম ও দানি কার্ভাহাল ছিলেন পরের দুটি স্থানে।তুমুল আলোচনা-সমালোচনার মুখে ফ্রান্স ফুটবল জানায়, রেয়াল মাদ্রিদের তিন তারকার মধ্যে ভোট ভাগাভাগি হয়ে যাওয়াতেই শেষ পর্যন্ত লাভবান হয়েছেন রদ্রি। যদিও সেই ব্যাখ্যার সঙ্গে দ্বিমত করার লোকের অভাবও নেই।তবে ব্যালন দ’র না পেলেও ভিনিসিউসের বড় প্রাপ্তি ঠিকই দেখতে পাচ্ছেন ব্রাজিল কোচ।
“সবচেয়ে বড় যে পুরস্কার ভিনিসিউস জিতেছে, তা হলো মানুষের স্বীকৃতি ও সম্মান। ব্রাজিলের বেশির ভাগ মানুষ বুঝতে পেরেছে, পুরস্কারটি যার প্রাপ্য ছিল, তার সঙ্গে অন্যায় করা হয়েছে।”বিশ্বকাপ বাছাইয়ে আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল, পাঁচদিন পর তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। চোট কাটিয়ে ভিনিসিউস দলে ফিরলেও এ বছর আর জাতীয় দলের জার্সিতে ফিরতে পারছেন না নেইমার।