স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ অক্টোবর: হাত দিয়ে মুখ ঢাকলেন রোনালদো। হতাশাটা আসলে একটু বেশিই। স্রেফ একটি ম্যাচ হারই যে নয়, টুর্নামেন্টে পথচলারও সমাপ্তি! আল তাউনের কাছে ১-০ গোলে হেরে সৌদি কিংস কাপের শেষ ষোলো থেকে বিদায় নিল আল নাস্র।আল নাস্রের মাঠে মঙ্গলবার ৭১তম মিনিটে গোল করে আল তাউনকে এগিয়ে নেন ওয়ালিদ আল-আহমেদ। সেই গোলই শেষ পর্যন্ত গড়ে দেয় ব্যবধান।
৯০ মিনিট শেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হন রোনালদো। তাকে তখন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন সতীর্থরা। আল তাউনের গোলকিপার ও তার সতীর্থরা মেতে ওঠেন উল্লাসে।আল নাস্রে যোগ দেওয়ার পর আগের ১৮ পেনাল্টির সবকটিতেই গোল করেছিলেন রোনালদো। প্রথম ব্যর্থতায় দল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় ট্রফির আরেকটি আশাও শেষ হলো তার। পাঁচবার ব্যালন দ’র জয় করা তারকা সৌদি আরবে আসার পর কোনো ট্রফির স্বাদ পাননি এখনও।
স্তেফানো পিওলি কোচ হয়ে আসার পর আল নাস্রের প্রথম পরাজয়ও এটি। তবে এই মৌসুমে ট্রফির আশা এখনই ছাড়ছেন না কোচ।“টেকনিক্যালি আজকে আমরা ভালো পারফর্ম করেছি, তবে ম্যাচ জিততে পারিনি। কাপ থেকে ছিটকে পড়ে অবশ্যই আমরা হতাশ। তবে এখনও দুটি ট্রফির লড়াই চলছে এবং সেগুলোতে নিজেদের সেরাটা দেব আমরা।”সৌদি প্রো লিগে আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তিনে আছে আল নাস্র। শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে ব্যবধান এখনই হয়ে গেছে ছয় পয়েন্টের। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে তিন ম্যাচে তাদের পয়েন্ট সাত।