Tuesday, October 8, 2024
বাড়িখেলাভারতের অনূর্ধ্ব-১৯ দলে রাহুল দ্রাবিড়ের ছেলে

ভারতের অনূর্ধ্ব-১৯ দলে রাহুল দ্রাবিড়ের ছেলে

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩১ আগস্ট: অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের ম্যাচের সিরিজ ও চার দিনের ম্যাচের সিরিজ, দুটি স্কোয়াডেই ঠাঁই পেয়েছেন সামিত।বাবা রাহুলকে মনে করাহতো ব্যাটিং শুদ্ধতার প্রতীক। ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন তিনি। দলীয় সমন্বয়ের স্বার্থে ওয়ানডেতে তিনি উইকেটকিপিংও করেছেন অনেকদিন।

 ছেলে সামিত অলরাউন্ডার। মিডল অর্ডারে ব্যাট করার পাশাপশি মিডিয়াম পেস বোলিং করেন ১৮ বছর বয়সী ক্রিকেটার। চশমা চোখে তার ব্যাটিংয়ের ছবি নানা সময়েই সংবাদমাধ্যমে এসেছে।বেঙ্গালুরুতে এখন মহারাজা টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন সামিত। খুব ভালো অবশ্য করতে পারেননি সিনিয়র ক্রিকেটে তার প্রথম টি-টোয়েন্টি টুর্নামেন্টে। এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলে মোট রান করেছেন ৮২। বোলিং পাননি এক ম্যাচেও।

তবে এর আগে কুচ বিহার টুর্নামেন্টে তার পারফরম্যান্স ছিল দারুণ। ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের চার দিনের ম্যাচের এই টুর্নামেন্টে ৮ ম্যাচে ৩৬২ রান করার পাশাপাশি ১৬টি উইকেট শিকার করেন তিনি।৫০ ওভারের সংস্করণে এই যুব দলের অধিনায়ক করা হয়েছে উত্তর প্রদেশের ব্যাটসম্যান মোহাম্মদ আমানকে, চার দিনের ম্যাচের সিরিজের নেতৃত্ব পেয়েছেন মধ্য প্রদেশের সোহাম পাটবার্ধান।পুদুচেরিতে ৫০ ওভারের সিরিজের ম্যাচ তিনটি হবে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। চেন্নাইয়ে চার দিনের ম্যাচ দুটি শুরু হবে ৩০ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য