Monday, September 16, 2024
বাড়িখেলা২১ শতকে হ্যাটট্রিকে মেসি–রোনালদো–হলান্ড কে কোথায়

২১ শতকে হ্যাটট্রিকে মেসি–রোনালদো–হলান্ড কে কোথায়

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ আগস্ট: প্রিমিয়ার লিগে মৌসুমের দ্বিতীয় ম্যাচেই হ্যাটট্রিক করেছেন আর্লিং হলান্ড। এটি ছিল প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকারের সপ্তম হ্যাটট্রিক। এর ফলে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ হ্যাটট্রিকের তালিকায় যৌথভাবে ৭ নম্বরে উঠে এসেছেন হলান্ড। তাঁর সমান সাত হ্যাটট্রিক আছে ওয়েইন রুনিরও।কিন্তু যে দ্রুততার সঙ্গে হলান্ড এগোচ্ছেন, তাতে প্রিমিয়ার লিগ তো বটেই, হ্যাটট্রিকের সামগ্রিক রেকর্ডও ভেঙেচুরে দিতে পারেন নরওয়েজীয় এ স্ট্রাইকার। এমনকি ম্যাচের সংখ্যা বিবেচনায় নিলেও হলান্ডের হ্যাটট্রিকের সংখ্যা রীতিমতো অবিশ্বাস্য।

ট্রান্সফারমার্কেটের হিসাবে, গত দুই মৌসুমে প্রিমিয়ার লিগে ম্যাচের পর ম্যাচে গোল করা হলান্ড এখন পর্যন্ত সব মিলিয়ে হ্যাটট্রিক করেছেন ২৫০ ম্যাচে ২২টি। ২১ শতকে সর্বোচ্চ হ্যাটট্রিকের সংখ্যায় তাঁর অবস্থান এখন ৫ নম্বরে। ট্রান্সফারমার্কেট হ্যাটট্রিক সংখ্যার হিসাব করেছে ১৫টি লিগ এবং ইউরোপিয়ান ও বৈশ্বিক প্রতিযোগিতা বিবেচনায় নিয়ে। প্রীতি ম্যাচের হ্যাটট্রিক হিসাবে ধরা হয়নি।সর্বোচ্চ হ্যাটট্রিকের তালিকায় সেরা দশে হলান্ডের ওপরে আছেন লুইস সুয়ারেজ, রবার্ট লেভানডফস্কি, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। আর নিচে আছেন হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, মারিও গোমেজ ও ক্লাস–ইয়েন হান্টেলার।এ তালিকায় সবার ওপরে থাকা রোনালদোর হ্যাটট্রিক সংখ্যা ক্লাবের হয়ে ১১৬১ ম্যাচে ৬০টি। আল নাসর তারকার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসি। ১০৪০ ম্যাচে ৫৭ হ্যাটট্রিক নিয়ে দুয়ে আছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। বেশ পিছিয়ে থেকে তিন নম্বরে থাকা পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি ৮১০ ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ৩২টি।

চারে থাকা লুইস সুয়ারেজ ৮৩৭ ম্যাচে করেছেন ২৯ হ্যাটট্রিক। এ চারজনের পরই এসেছে হলান্ডের নাম। তবে ওপরে থাকা চারজনের সঙ্গে হলান্ডের বড় পার্থক্য ম্যাচ এবং বয়সের দিক থেকে। হলান্ড ম্যাচ খেলেছেন ২৫০টি, যা বাকিদের তুলনায় অনেক কম। শীর্ষে থাকা রোনালদোর চেয়ে হলান্ড ৯১১ ম্যাচ কম খেলেছেন। এমনকি চারে থাকা সুয়ারেজের চেয়েও ৫৮৭ ম্যাচ কম খেলেছেন ২৪ বছর বয়সী এই সিটি স্ট্রাইকার।এ ছাড়া শীর্ষ দশে যাঁরা হলান্ডের নিচে আছেন, তাঁরা সবাই হলান্ডের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন। হলান্ডের সমান ২২ হ্যাটট্রিক করা হ্যারি কেইন যেমন ম্যাচ খেলেছেন ৫৮৫টি। বয়স ও ছন্দ বিবেচনায় এ তালিকায় হলান্ডের সঙ্গে টেক্কা দিতে পারেন কেবল কিলিয়ান এমবাপ্পে। ২৫ বছর বয়সী এমবাপ্পের হ্যাটট্রিকের সংখ্যা ৪৫৫ ম্যাচে ১৯টি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য