Wednesday, May 28, 2025
বাড়িখেলাঅ্যানফিল্ড অভিষেক নিয়ে ‘নার্ভাস’ নন স্লট

অ্যানফিল্ড অভিষেক নিয়ে ‘নার্ভাস’ নন স্লট

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ আগস্ট: নতুন কোচের জন্য ঘরের মাঠে প্রথমবার খেলার চাপটা একটু বেশিই থাকে। লিভারপুলের কোচ হিসেবে অ্যানফিল্ডে দাঁড়ানোর আগে কি তেমন কিছু অনুভব করছেন আর্না স্লট? ডাচ এই কোচ বললেন, তেমন কোনো স্নায়ুচাপ কাজ করছে না তার মধ্যে।প্রিমিয়ার লিগের ম্যাচে গত শনিবার ইপ্সউইচ টাউনের মাঠে ২-০ গোলের জয়ে লিভারপুলের কোচ হিসেবে অভিষেক হয় স্লটের। এবার অ্যানফিল্ডে খেলার পালা তার দলের। শনিবার ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে লিভারপুল।

ইয়ুর্গেন ক্লপ দায়িত্ব ছাড়ার পর লিভারপুলের কোচ হয়ে আসেন স্লট। এখনও দলটির খেলোয়াড়দের সম্পর্কে খুব বেশি জানাশোনা নেই তার। আপাতত সেই কাজটিই করছেন তিনি। ব্রেন্টফোর্ড ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সেটা তুলে ধরলেন এই ডাচ কোচ।“ব্যক্তি হিসেবে খেলোয়াড়রা কেমন এবং একসঙ্গে তারা কীভাবে খেলে, আমি প্রতিদিন তাদের সম্পর্কে জানছি। গত সপ্তাহান্তে জেনেছি, শনিবার যে খেলোয়াড়রা খেলেনি তারা কীভাবে রোববার ভালো অনুশীলন করেছে। তারা ভালো একটি অনুশীলন সেশন করেছে। এটা তাদের এবং আমাদের সাহায্য করবে। খেলোয়াড়দের সঙ্গে থেকে এখনও নতুন কিছু শিখছি। এটা স্বাভাবিক, আমি তাদের সঙ্গে মাত্র তিন সপ্তাহ কাজ করেছি।”

নয় বছর লিভারপুলের কোচ ছিলেন ক্লপ। ক্লাবটির সমর্থকদের কাছে বেশ প্রিয় ছিলেন তিনি। ক্লপের জায়গা নেওয়া যে সহজ নয় ভালো করেই জানেন স্লট। তবে অ্যানফিল্ডে তিনি দারুণ কিছুর অভিজ্ঞতা নেওয়ার আশায় আছেন।“আমি আশা করছি, ইপ্সউইচ সমর্থকদের চেয়ে দ্বিগুণ গর্জন হতে পারে আমাদের সমর্থকদের। আমি মোটেও স্নায়ু চাপে ভুগছি না, অবশ্যই এই মুহূর্তে নয়, কারণ আমি প্রস্তুতির মাঝখানে আছি। রোববারের জন্য দলকে প্রস্তুত করছি এবং কোনো স্নায়ু চাপ নেই।”“স্নায়ু চাপে থাকা ভালো কিছু নয়। দলকে সর্বোত্তম উপায়ে প্রস্তুত করতে আমি এবং আমার স্টাফরা যা করি সেটা ওপর আস্থা রাখি।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!