Friday, January 3, 2025
বাড়িখেলা‘সবসময়ের সেরা অধিনায়কদের তালিকায় ধোনির পাশেই থাকবে রোহিত’

‘সবসময়ের সেরা অধিনায়কদের তালিকায় ধোনির পাশেই থাকবে রোহিত’

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ আগস্ট:  সাফল্যের বিচারে ভারতের তো বটেই, বিশ্ব ক্রিকেটেরই সবসময়ের সেরা অধিনায়কদের একজন ধোনি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান- ধোনির নেতৃত্বে সাফল্যের সব শিখরই ছুঁয়েছে ভারত।ধোনির দায়িত্ব ছাড়ার পর সেই দলই দীর্ঘ খরায় আটকে যায়। রোহিতের নেতৃত্বে ২০২৩ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে উঠেও চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পারেনি তারা। তবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সব অপেক্ষার অবসান ঘটায় তারা।

রোমাঞ্চ ও নাটকীয়তায় ভরা ফাইনালে শেষ পর্যন্ত স্নায়ুচাপ ধরে রেখে দীর্ঘ ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ১৩ বছর পর যে কোনো সংস্করণের বিশ্ব আসরে চ্যাম্পিয়ন হয় ভারত। টুর্নামেন্ট শেষ হওয়ার পর থেকেই সাবেক ক্রিকেটার, বিশ্লেষক, সমর্থকদের স্তুতি-বন্দনায় ভাসছেন রোহিত।এবার আইসিসি রিভিউয়ে তাকে দারুণ এক স্বীকৃতিই দিলেন ভারতের কিংবদন্তি অলরাউন্ডার শাস্ত্রি।“ভুলে গেলে চলবে না, কৌশলগত দিক থেকে সে অসাধারণ। সবসময়ের সেরা অধিনায়কদের তালিকায় সে ধোনির পাশেই থাকবে।”

“আপনি যদি জিজ্ঞেস করেন, দুজনের মধ্যে কে সেরা? আমি বলব, সাদা বলের ক্রিকেটে কৌশল সাজানোর প্রসঙ্গে দুজনই সমান-সমান। রোহিতের জন্য আমি এর চেয়ে প্রশংসাসূচক কিছু বলতে পারব না। কারণ আপনারা জানেন, ধোনি কী করেছে এবং কত শিরোপা জিতেছে।”টি-টোয়েন্টিতে জয়-পরাজয়ের হিসেবে ধোনিকে টপকে গেছেন রোহিত। ধোনির নেতৃত্বে ৭২ ম্যাচের মধ্যে ৪১টি জিতেছিল ভারত। বিশ্বকাপে দলকে অপরাজিত চ্যাম্পিয়ন করা রোহিত ৬২ ম্যাচে অধিনায়কত্ব করে জয় পেয়েছেন ৪৯ ম্যাচে। এই সংস্করণে বিশ্বের কোনো অধিনায়কের এত ম্যাচ জয়ের রেকর্ড নেই।

তবে, পরিসংখ্যানের গন্ডিতে না বেঁধে রোহিতের মাঠের অধিনায়কত্বের বিশেষত্ব তুলে ধরেন শাস্ত্রি।“রোহিত (ধোনির চেয়ে) বেশি দূরে থাকবে না। আমার মতে, কৌশলগত দিক থেকে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সে দুর্দান্ত ছিল। ঠাণ্ডা মাথায় যে বিচক্ষণতা সে দেখিয়েছে; (জাসপ্রিত) বুমরাহ, (হার্দিক) পান্ডিয়া, এমনকি আকসার প্যাটেলকেও সঠিক সময়ে বোলিংয়ে আনার যে সামর্থ্য দেখিয়েছে, দুর্দান্ত।”শুধু অধিনায়ক নয়, ব্যাটসম্যান রোহিতকেও অনেক ওপরে রাখেন তার পূর্বসুরি।

সাদা বলের ক্রিকেটে দুই সংস্করণ মিলিয়ে ৩৩ সেঞ্চুরি ও ৮৭ ফিফটিতে প্রায় ১৫ হাজার রান করা বিধ্বংসী ওপেনারকে সবসময়ের সেরাদের একজনই বললেন শাস্ত্রি।“আমি মনে করি, সাদা বলের ক্রিকেটে সে একজন দানবের মতো। সবসময়ের সেরাদের একজন। এই খেলায় ক্রিকেটারদের মধ্যে সেরাদের একজন। যুগভেদে সাদা বলের যে কোনো দলে সে জায়গা করে নেবে, শুধুমাত্র টপ-অর্ডারে ডায়নামিক সামর্থ্যের সৌজন্যে।”“(ব্যাটসম্যান) রোহিত শার্মার ক্ষেত্রে উল্লেখযোগ্য দিক হলো, সে বড় শট খেলে, দ্রুত রান করে। সব ক্রিকেটিং শট খেলে…তার হাতে সেরা শট খেলার জন্য যথেষ্ট সময় থাকে। মানুষ ভুলে যায়, সে বিধ্বংসী। তার সেই ক্ষমতা আছে।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য