Wednesday, May 28, 2025
বাড়িখেলা১০০ মিটার ফ্রিস্টাইলে প্যান ঝ্যানলের বিশ্ব রেকর্ড

১০০ মিটার ফ্রিস্টাইলে প্যান ঝ্যানলের বিশ্ব রেকর্ড

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১ আগস্ট: প্যারিস লা ডিফঁসা অ্যারেনায় ৪৬ দশমিক ৪০ সেকেন্ড টাইমিং করে ১০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জেতেন ঝ্যানলে। ১৯ বয়সী এই সাঁতারু গত ফেব্রুয়ারিতে দোহার সুইমিংপুলে ৪৬ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন।০ দশমিক ৪০ সেকেন্ড কম সময় নিয়ে ছয় মাসের মধ্যে নিজের রেকর্ড ভেঙে নতুন করে গড়েছেন, যেন বিশ্বাসই হচ্ছে না ঝ্যানলের!

“সেরা ফল পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলাম আমি। দিন শেষে খুবই বিস্মিত হয়েছি যে, আমি রেকর্ডটা ভেঙেছি এবং এটা জাদুকরি মুহূর্ত ছিল।”এই ইভেন্টে ঝ্যানলের প্রতিপক্ষ ছিলেন সাবেক বিশ্ব রেকর্ডধারী দাভিদ পোপোভিচি, অস্ট্রেলিয়ার কাইল ক্যালমার্স। ফ্রান্সের মাক্সিমে গ্রোসুঁতের পক্ষেও বাজি ধরেছিলেন স্বাগতিক সমর্থকরা। কিন্তু পেরে ওঠেননি কেউই।ক্যালমার্স রুপা পেয়েছেন ৪৭ দশমিক ৪৮ সেকেন্ড সময় নিয়ে। পোপোভিচি ৪৭ দশমিক ৪৯ সেকেন্ড টাইমিং করে পেয়েছেন ব্রোঞ্জ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!