Thursday, March 27, 2025
বাড়িখেলাবোলোনিয়া থেকে আর্সেনালে কালাফিওরি

বোলোনিয়া থেকে আর্সেনালে কালাফিওরি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ জুলাই: দীর্ঘমেয়াদি চুক্তিতে বোলোনিয়ার ইতালিয়ান ডিফেন্ডার রিকার্দো কালাফিওরিকে দলে ভিড়িয়েছে আর্সেনাল।আনুষ্ঠানিক বিবৃতিতে সোমবার এই খবর জানিয়েছে ইংলিশ ক্লাবটি। দলবদলের বিস্তারিত তথ্য অবশ্য প্রকাশ করেনি তারা।

তবে ইতালিয়ান ও ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যাচ্ছে, ২২ বছর বয়সী ডিফেন্ডারের জন্য ৪ কোটি ইউরো খরচ করছে আর্সেনাল। এর সঙ্গে এড-অন ফি হিসেবে দিতে হচ্ছে আর ৫০ লাখ ইউরো।সিরি আ’র সবশেষ মৌসুমে পঞ্চম হয়ে ১৯৬৪ সালের পর প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পায় বোলোনিয়া। দলের সাফল্যে বড় অবদান রাখেন পিভোটাল রোলে খেলা কালাফিওরি।

চলতি বছরের জুনে আন্তর্জাতিক অভিষেক হয় কালাফিওরির। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে চার ম্যাচের তিনটিতে খেলেন তিনি। ইউরোতে খেলা ইতালির দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার এই ডিফেন্ডার।আগামী ১৭ অগাস্ট উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে যাত্রা শুরু করবে আর্সেনাল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য