Tuesday, January 14, 2025
বাড়িখেলা‘ওয়েল ডান’ ম্যাসেজ নয়, বোথামের রেকর্ড ভেঙে শ্যাম্পেন চান স্টোকস

‘ওয়েল ডান’ ম্যাসেজ নয়, বোথামের রেকর্ড ভেঙে শ্যাম্পেন চান স্টোকস

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ জুলাই: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এজবাস্টন টেস্ট জয়ের পথে রোববার এই রেকর্ড গড়েন স্টোকস। জয়ের জন্য শেষ ইনিংসে তাদের লক্ষ্য ছিল ৮২ রান। জ্যাক ক্রলি আঙুলে চোট পাওয়ায় বেন ডাকেটের সঙ্গে ইনিংস ওপেন করতে নামেন স্টোকস। বিধ্বংসী ব্যাটিংয়ে ফিফটি করে ফেলেন তিনি ২৪ বলেই।টেস্ট ক্রিকেটে এটি তৃতীয় দ্রুততম ফিফটি। তবে ইংল্যান্ডের হয়ে এটিই রেকর্ড। ১৯৮১ সালে দিল্লিতে ভারতের বিপক্ষে বোথামের ২৮ বলে ফিফটি ছিল ইংল্যান্ডের আগের দ্রুততম।

২১ বলে ফিফটির বিশ্বরেকর্ড মিসবাহ-উল-হকের। ২৩ বলে ফিফটি আছে ডেভিড ওয়ার্নারের। স্টোকসের মতো ২৪ বলে ফিফটি করেছেন জ্যাক ক্যালিসও।স্টোকস ওপেন করা মানেই এমন ঝড়ো ইনিংস। ২০২০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ওল্ড ট্র্যাফোর্ডে ৫৭ বলে অপরাজিত ৭৮ রান করেছিলেন তিনি। এবার তো রেকর্ডই গড়ে ফেললেন। দলের ১০ উইকেটের জয়ে তিনি অপরাজিত থাকেন ৯ চার ও ২ ছক্কায় ২৮ বলে ৫৭ রান করে।

ম্যাচের পর স্টোকস বললেন, রেকর্ডের কথা তিনি জানতে পারেন সহকারী কোচ পল কলিংউডের কাছ থেকে। মজা করে ইয়ান বোথামের কাছ থেকে শ্যাম্পেনও চেয়ে রাখলেন ইংলিশ অধিনায়ক।“রেকর্ডের কথা জানতাম না। ফিফটি হওয়ার পর ডাকি (বেন ডাকেট) বলছিল যে, এটা দ্রুততম হতে পারে। তবে এসব খুটিনাটি ব্যক্তিগত রেকর্ডের খোঁজ রাখতে পছন্দ করে মূলত কলি (পল কলিংউড)। ওপরে যাওয়ার পর তিনিই আমাকে জানিয়েছেন।” “বিফিকে (বোথাম) এখানে ছাড়িয়ে যেতে পেরে ভালোই লাগছে। তার কাছ থেকে ‘ওয়েল ডান’ ম্যাসেজ পাওয়ার চেয়ে যদি এক বোতল শ্যাম্পেন পাই, তাহলে বেশি খুশি হব।”

স্টোকস রেকর্ড গড়লেও দিনের নায়ক ও ম্যাচের নায়ক ছিলেন মূলত মার্ক উড। সিরিজের আগের টেস্টের মতো এই টেস্টেও গতির ঝড় তুলেছেন এই ফাস্ট বোলার। ব্যাটসম্যানদের নাড়িয়েও দিয়েছেন বারবার। কিন্তু প্রত্যাশামতো উইকেট পাচ্ছিলেন না। অবশেষে এ দিন পান তিনি সাফল্য। আগুনে এক স্পেলে ক্যারিবিয়ান ব্যাটং পুড়িয়ে পাঁচ উইকেট শিকার করেন ২১ বলের মধ্যে।তার কারণেই শেষ ইনিংসে ছোট্ট লক্ষ্য পায় ইংল্যান্ড। ম্যাচে ৭ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হওয়া ফাস্ট বোলারকে স্তুতিতে ভাসালেন অধিনায়ক স্টোকস।

“ইংল্যান্ডের জার্সি গায়ে চাপিয়ে যেভাবে সে নিজেকে মেলে ধরে সবসময়, তা অসাধারণ। সিংহের মতো হৃদয় তার এবং ওই ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা সময়ে বল হাতে সে যা করেছে, অধিনায়ক তার কাছে এমন কিছুই চায়।”“সে গতিময় এবং সত্যিকারের স্কিলফুল বোলার। আমাদের জন্য ম্যাচ উন্মুক্ত করে দিয়েছে তার বোলিংই। দুর্দান্ত বোলিং করেছে সে। আমি তার জন্য খুবই খুশি। যে সাফল্য সে পেয়েছে, এর চেয়েও বেশি তার প্রাপ্য। তবু অন্তত তাকে পাঁচ উইকেট পেতে দেখাটাও দারুণ।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য