Friday, March 29, 2024
বাড়িখেলাকাতার বিশ্বকাপের অফিসিয়াল স্পনসর হতে চলেছে ভারতীয় সংস্থা বাইজুস

কাতার বিশ্বকাপের অফিসিয়াল স্পনসর হতে চলেছে ভারতীয় সংস্থা বাইজুস


নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): বিশ্বকাপ ফুটবলের পারদ চড়তে শুরু করে দিয়েছে। মেগা টুর্নামেন্টে সরাসরি না হলেও কাতার বিশ্বকাপে রয়েছে ভারত। ফুটবলের মহাযজ্ঞে অফিসিয়াল স্পনসর হতে চলেছে ভারতের অনলাইন শিক্ষামূলক সংস্থা বাইজুস । বৃহস্পতিবার সংস্থাটির তরফ থেকে টুইট করে এই খবর জানানো হয়। বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল স্পনসর হওয়ায় খুশি বাইজুস কর্তৃপক্ষ।

বাইজুসের পক্ষ থেকে টুইটে বলা হয়েছে, “খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছে বাইজুস।” এর পরে টুইটে আরও জানানো হয়েছে, “ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে অফিসিয়াল স্পনসর হিসাবে ২০২২ কাতার বিশ্বকাপে যোগ দিতে চলেছে বাইজুস।” কাতার বিশ্বকাপের লোগোর সঙ্গে বাইজুসের লোগো মিলিয়ে একটি ভিডিও পোস্ট করা হয় সংস্থাটির টুইটার হ্যান্ডেলে। প্রসঙ্গত, এর আগে কোনও অনলাইন শিক্ষামূলক সংস্থা ফিফার সঙ্গে যুক্ত হয়নি। সেই কথাও উল্লেখ করা হয়েছে বাইজুসের টুইটে।

আন্তর্জাতিক ফুটবলে এই প্রথম হলেও ভারতের ক্রীড়ামহলে বাইজুস খুবই পরিচিত নাম। ভারতীয় পুরুষ এবং মহিলা উভয় ক্রিকেট দলের স্পনসর হিসাবে রয়েছে এই সংস্থা। ফিফার মুখ্য আর্থিক আধিকারিক কে মাদাতি জানিয়েছেন, “ফুটবলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সদর্থক সামাজিক পরিবর্তন আনার লক্ষ্য আছে ফিফার। সেই উদ্দেশেই বাইজুসের মতো সংস্থাকে সহযোগী হিসেবে পাওয়ায় আমরা অত্যন্ত খুশি।” বাইজুসের কার্যকারিতার কথাও উল্লেখ করেছেন মাদাতি। তিনি জানিয়েছেন, ”বাইজুস যুবসমাজের ক্ষমতায়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। পৃথিবীর সমস্ত প্রান্তেই নানা জনগোষ্ঠীর মধ্যে কাজ করছে বাইজুস।” যদিও এদিনের টুইটে আর্থিক চুক্তির কথা উল্লেখ করা হয়নি।

বেঙ্গালুরুর সংস্থা বাইজুস সারা বিশ্বেই জনপ্রিয়তা লাভ করেছে। ভারত সহ ২১ টি দেশে তাদের দফতর রয়েছে। প্রায় ১৫ কোটি শিক্ষার্থী বাইজুসের মাধ্যমে পড়াশোনা করে। সেই বাইজুস এবার কাতার বিশ্বকাপের সঙ্গে যুক্ত হল। বিশ্বকাপ ফুটবলের পারদ চড়তে শুরু করে দিয়েছে। মেগা টুর্নামেন্টে সরাসরি না হলেও ভারত থেকে গেল বাইজুসের মাধ্যমেই। –

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য