Saturday, March 22, 2025
বাড়িখেলাফেভারিট তকমা ‘না থাকাটা’ সাহায্য করেছে স্পেনকে

ফেভারিট তকমা ‘না থাকাটা’ সাহায্য করেছে স্পেনকে

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৮ জুলাই: নিশ্চিতভাবে এখন পর্যন্ত আসরের সেরা দল স্পেন। একের পর এক ম্যাচে দারুণ আগ্রাসী ও কার্যকর ফুটবল উপহার দিয়ে চলেছে তারা। ৫ ম্যাচে ১১ গোল করার বিপরীতে তারা হজম করেছে মাত্র ২টি, যার একটি আত্মঘাতী। এই পাঁচ ম্যাচে তারা হারিয়ে দিয়েছে ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া, জর্জিয়া ও জার্মানিকে।কোয়ার্টার-ফাইনালে জার্মানির বিপক্ষেই কঠিনতম পরীক্ষার মুখোমুখি হতে হয় স্প্যানিশদের। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটি কোচ লুইস দে লা ফুয়েন্তের দল জেতে ২-১ গোলে।ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী মঙ্গলবার ফ্রান্সের মুখোমুখি হবে তিনবারের ইউরো জয়ীরা।

 রোববার সংবাদ সম্মেলনে কুকুরেইয়া বললেন, লোকেরা ফেভারিট না ভাবলেও নিজেদের প্রতি আত্মবিশ্বাসের কমতি ছিল না তাদের।“আমরা যেভাবে খেলি এবং আমাদের যেসব খেলোয়াড় আছে, তাতে ফুটবল বিশ্বে স্পেনের প্রতি শ্রদ্ধা রয়েছে দীর্ঘদিন ধরে। তবে সম্ভবত (এবারের ইউরোয়) ফেভারিট হিসেবে না আসাটা আমাদের সাহায্য করেছে।”“আমরা আত্মবিশ্বাস নিয়ে শুরু করেছিলাম, আমাদের হারানোর কিছু নেই। এখন সেই আত্মবিশ্বাস বেড়েছে এবং আমরা টুর্নামেন্টের মূল মুহূর্তে আছি। আমি জানতাম, আমাদের দারুণ একটি দল আছে, যা প্রমাণিত। আমরা এই পর্যন্ত আসতে কঠোর পরিশ্রম করেছি এবং এখন আমাদের শেষ বড় প্রচেষ্টা দরকার। আর দুটি ধাপ।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য