Friday, December 6, 2024
বাড়িখেলা‘ভিনিসিউসের বদলি এন্দ্রিককে সামলানো সহজ হবে না’

‘ভিনিসিউসের বদলি এন্দ্রিককে সামলানো সহজ হবে না’

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৬ জুলাই: এক জয়ের সঙ্গে দুটি ড্র- গ্রুপ পর্বে চেনা ছন্দে দেখা যায়নি ব্রাজিলকে। তাদের জন্য আরও ধাক্কা হয়ে আসে ভিনিসিউস জুনিয়রের নিষেধাজ্ঞা। গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে নকআউটে খেলতে হবে তাদের। তবে উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা মনে করেন, ভিনিসিউসের অনুপস্থিতি সামাল দেওয়ার যথেষ্ট রসদ আছে ব্রাজিলের।লাস ভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়ামে রোববার সকালে সেমি-ফাইনালের টিকেটের লড়াইয়ে নামবে ব্রাজিল ও উরুগুয়ে।

প্রায় ৬৫ বছর পর গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পাওয়া উরুগুয়ে দুই দলের সবশেষ ম্যাচটিও জিতেছে। সাম্প্রতিক ছন্দ কিংবা সবশেষ মুখোমুখি লড়াইয়ের বিচারে তাই কিছুটা এগিয়ে উরুগুয়ে।তার ওপর গ্রুপ পর্বের তিন ম্যাচে দুটি হলুদ কার্ড দেখায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ায় ম্যাচটি খেলা হবে না ভিনিসিউসের। তার জায়গায় নতুন সেনসেশন এন্দ্রিককে খেলানো হবে জানিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

তবে ভিনিসিউসের অনুপস্থিতিতে যে কাজ সহজ হয়ে যাবে মনে করেন না বিয়েলসা। টিনএজ প্রতিভা এন্দ্রিকের সামর্থ্য সম্পর্কেও সচেতন উরুগুয়ে কোচ।“ব্যক্তিগতভাবে আমার মনে হয় না, তার (ভিনিসিউস) অনুপস্থিতি আমাদের ওপর কোনো প্রভাব ফেলবে। মাঠের দুই পাশে খেলার মতো অনেক উইঙ্গার আছে ব্রাজিলের। তারা বিশ্ব জুড়ে বড় বড় ক্লাবে খেলে। ব্রাজিলের বদলি এন্দ্রিক, ভিনিসিউসের অনুপস্থিতিতে তাকে থামানোও সহজ হবে না।”

গ্রুপ পর্বের তিন ম্যাচে বাকি সব দলের চেয়ে বেশি ৯টি গোল করে উরুগুয়ে। পানামার জালে তিন গোলের পর বলিভিয়াকে তারা হারায় ৫-০ গোলে। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১-০ ব্যবধানে।ব্রাজিল ম্যাচের আগেও দলের ফুটবলারদের আক্রমণাত্মক ফুটবল খেলার তাগিদ দিয়ে রাখলেন বিয়েলসা।“যেখানটায় আমরা খেলি, সাধারণত মাঠের সেই অংশটায় আমি মনোযোগ দেই। কীভাবে আমরা বল পুনরুদ্ধার করি, যদি আমরা হুমকির সম্মুখীন হই, তাহলে কীভাবে হই। আমি যেভাবে চাই দল সেভাবে আক্রমণ গড়ে তুলতে পারছে কী না সেটা দেখি।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য