Saturday, March 15, 2025
বাড়িখেলাদর্শক সমর্থনে আবেগাক্রান্ত হয়ে পড়েছিলেন এমিলিয়ানো মার্তিনেস

দর্শক সমর্থনে আবেগাক্রান্ত হয়ে পড়েছিলেন এমিলিয়ানো মার্তিনেস

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ জুলাই: টুর্নামেন্টে নিজ দেশের দর্শকদের এখন পর্যন্ত হতাশ করেননি আর্জেন্টিনার ফুটবলাররা। শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে সেরা চারে নাম লিখিয়েছে তারা। শেষ আটে দলকে জেতানোর নায়ক গোলরক্ষক মার্তিনেস ম্যাচ শেষে আলাদা করে বলেন অঢেল সমর্থনের কথা।টেক্সাসের হিউস্টনে এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার সকালে একুয়েডরকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা। মূল ম্যাচ ১-১ ড্র হলে পেনাল্টি শ্যুটআউটে মার্তিনেস ঠেকিয়ে দেন একুয়েডরের প্রথম দুটি শট।মূল ম্যাচের মতো ট্রাইব্রেকারে একেকটি শট ঠেকানোর পর উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি। আকাশী-নীল জোয়ারে যেন ভাসতে থাকে পুরো স্টেডিয়াম। ম্যাচ শেষে মার্তিনেস বলেন, গ্যালারির এই বিপুল সমর্থন দেখে কিছুটা আবেগ ভর করেছিল তার।“এত দর্শকের আগমনে আমি কিছুটা আবেগাক্রান্ত হয়ে পড়েছিলাম। কারণ এখানে অনেক আর্জেন্টাইন সমর্থক ছিল। আমার পরিবারও কাছাকাছিই ছিল।”

মার্তিনেসের কাঁধে চড়ে ফাইনালে উঠলেও মূল ম্যাচের পারফরম্যান্সে তেমন দাপট দেখাতে পারেনি আর্জেন্টিনা। তাদের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করে একুয়েডর। স্বস্তির জয়ে মাঠ ছাড়লেও নিজেদের ঘাটতির কথা মেনে নেন মার্তিনেস।“আমাদের কাজটা তারা অনেক কঠিন করে তুলেছিল। দারুণ ম্যাচ খেলেছে তারা। আমরা জানতাম, শিরোপা জয়ের ক্ষেত্রে তারা কঠিন প্রতিপক্ষের একটি হবে।”“মানুষ যেমন খেলা দেখতে চেয়েছিল, আমরা তা দিতে পারিনি। তবে শেষ পর্যন্ত আমরা জিততে পেরেছি।”ফাইনালে যাওয়ার লড়াইয়ে ভেনেজুয়েলা কিংবা কানাডার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য