Monday, January 13, 2025
বাড়িখেলা‘অজানা কারণে’ ক্রোয়েশিয়া ম্যাচে নেই লাপোর্ত

‘অজানা কারণে’ ক্রোয়েশিয়া ম্যাচে নেই লাপোর্ত

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৫ জুন: ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শনিবার ‘বি’ গ্রুপে যাত্রা শুরু করবে স্পেন। মুকুট ফিরে পাওয়ার মিশনে গ্রুপ পর্বে প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ শিরোপাধারী ইতালি ও আলবেনিয়া।প্রথম ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে সেন্টার-ব্যাক লাপোর্তকে নিয়ে ধোঁয়াশাই রাখলেন। তবে বললেন, ২৭ বছর বয়সী এই খেলোয়াড়কে নিয়ে এ মুহূর্তে ঝুঁকি নিতে চান না।

“এমেরিক লাপোর্ত কোনো চোটে পড়েনি, স্রেফ কিছু ইস্যু ছিল তার। আমি সিদ্ধান্ত নিয়েছি, তাকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নিব না। অর্থাৎ সে আগামীকাল খেলবে না।”২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ও গত বিশ্বকাপের সেমি-ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়াইটা ভীষণ কঠিন হবে বলে দলকে সতর্ক করলেন ৬২ বছয় বয়সী কোচ।“আগামীকাল আরেকটা শক্তিশালী দলের বিপক্ষে খেলতে যাচ্ছি আমরা। লড়াই সহজ হবে না। বিশ্বের কিছু সেরা খেলোয়াড়দের নিয়ে এটা খুবই সমানে সমান টুর্নামেন্ট; আমাদের আসলেই শীর্ষ পর্যায়ের পারফরম্যান্স করতে হবে এবং সবকিছু ঠিক রাখতে হবে।”

যদিও সেরা একাদশ সম্পর্কে কিছু বলেননি দে লা ফুয়েন্তে; তবে ১৬ বছর বয়সী লামিনে ইয়ামাল ও ২১ বছর বয়সী নিকো উইলিয়ামস-এই দুই উইঙ্গারে বরাবরই মুগ্ধ তিনি। এদিন স্পেন কোচ আলাদাভাবে প্রশংসা করলেন ইয়ামালের।“সে তরুণ একটা ছেলে, তবে অবিশ্বাস্য মেধাবী, অনেকটা সৃষ্টিকর্তার দেওয়া উপহার। ম্যাচ পড়তে পারার দৃষ্টিকোণ থেকে তার মতো গুন খুব কম খেলোয়াড়েরই আছে।”কোচ কষছেন ক্রোয়েশিয়া বধের ছক। সে ছক বাস্তবায়নে স্পেন মিডফিল্ডার রদ্রি কিছুটা স্নায়ুর চাপ অনুভব করলেও বললেন, জয়ে শুরু প্রয়োজন তাদের।“এটা ছোট (সময় ও পরিধি অনুযায়ী) টুর্নামেন্ট, আমাদের গ্রুপটা কঠিন এবং আমরা জানি, এ ধরনের টুর্নামেন্টে ভালো ফল দিয়ে শুরু করা কতটা গুরুত্বপূর্ণ।”“শুরু বলে স্নায়ুর চাপ অনুভব করছি। শীর্ষ পর্যায়ে যখন কোনো দল খেলে এবং লড়াই করে, তখন সবাই দেখতে চায়, দল কীভাবে সাড়া দেয়।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য