Saturday, July 27, 2024
বাড়িখেলা‘কেউ ১৪ বার চ্যাম্পিয়ন হলে ভাগ্যবান বলতে পারেন না’

‘কেউ ১৪ বার চ্যাম্পিয়ন হলে ভাগ্যবান বলতে পারেন না’

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩১ মে: রিয়াল মাদ্রিদ কি চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে ভাগ্যবান দল?রেফারি আর প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের ভুলের কারণে রিয়ালকে বিভিন্ন সময়ে ম্যাচে সুবিধা পেতে দেখা গেছে। যে কারণে স্প্যানিশ ক্লাবটির চ্যাম্পিয়নস লিগ সাফল্যের পেছনে কেউ কেউ ভাগ্যের ছোঁয়াও দেখেন। তবে অ্যান্টনিও রুডিগারকে কথাটা বলে দেখুন। যুক্তি দিয়েই রিয়ালের শিরোপা-ভাগ্যের দাবি উড়িয়ে দেবেন।৩১ বছর বয়সী এই ডিফেন্ডারের মতে, একটি দল বারবার ভাগ্যের ছোঁয়ায় জিততে পারে না। ১৪ বার জেতার অর্থ ভাগ্য নয়, সামর্থ্যের জোর। শনিবার লন্ডনের ওয়েম্বলিতে ১৫তম ইউরোপিয়ান ট্রফির জন্য খেলবে রুডিগারের রিয়াল মাদ্রিদ, প্রতিপক্ষ যেখানে বরুসিয়া ডর্টমুন্ড।

রুডিগার ২০১১-১২ থেকে শীর্ষ পর্যায়ে খেললেও প্রথমবার লিগ জিতেছেন এ বছর এসে। রিয়ালের আগে জার্মানির স্টুটগার্ট, ইতালির রোমা এবং ইংল্যান্ডের চেলসির হয়ে খেলেছিলেন তিনি। ২০২১ সালে চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা রুডিগার পরের বছর যোগ দেন রিয়ালে। ‘এল মুন্দো’কে দেওয়া সাক্ষাৎকারে রিয়ালের মতো সফল দলের অংশ হওয়া এবং সামনের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল নিয়ে কথা বলেন তিনি। সেখানে বলেন, ‘রিয়াল মাদ্রিদের হয়ে ফাইনাল খেলছি, এই মুহূর্তটারই স্বপ্ন দেখতাম আমি। রিয়াল অনেকবারই চ্যাম্পিয়নস লিগ জিতেছে। কিন্তু এরপরও ব্যাপারটা বিশেষ কিছু। এখানে এটা আমার প্রথম চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, সময়টা বেশ উপভোগ করছি।’ডর্টমুন্ডের বিপক্ষে ফাইনালের আগে রিয়ালের ভেতরের পরিবেশ কেমন, সেটা জানাতে গিয়ে রুডিগার যোগ করেন, ‘সবাই ধীরস্থির এবং ফাইনাল নিয়ে মনোযোগী। এখন অতি উত্তেজনায় ভোগার সময় নয়। এখানে যারা আছে, তারা আগে থেকেই জানে এ ধরনের ম্যাচের আগে কেমন থাকতে হয়। আগেও অনেকবার খেলেছে। যেটা পরে যারা আসে তাদের মধ্যেও ছড়িয়ে পড়ে। জীবন হচ্ছে ভারসাম্য রাখার বিষয়, উত্তেজনা এবং শান্ত থাকার মাঝামাঝি অবস্থান করা।’

ইউরোপে রিয়ালের শিরোপাই সবচেয়ে বেশি। দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের ট্রফি স্প্যানিশ ক্লাবটির অর্ধেক—৭টি। রিয়ালের সাফল্যের ক্ষেত্রে ভাগ্যের ছোঁয়াও আছে কি না, এমন জিজ্ঞেস করা হলে রুডিগারের তৎক্ষণাৎ জবাব, ‘না, না…। কেউ যদি ১৪ বার চ্যাম্পিয়ন হয়, তখন আপনি ভাগ্যের কথা বলতে পারেন না। রাস্তাঘাটে মানুষের মুখে এখন একটাই কথা, ১৫তম ট্রফিটা হয়ে যাক। এটাই রিয়ালের ডিএনএ। জেতা, জিততে থাকা। আমি যখন এই ক্লাবে সই করি, আমি অনুভব করছিলাম যে এই ক্লাবটা শুধু জিততেই চায়। আমার কাছে জীবনের মানেও জিততে থাকা।’রিয়াল মাদ্রিদে প্রথম বছরে লা লিগা বা চ্যাম্পিয়নস লিগ জিততে পারেননি রুডিগার। এ বছর লিগ এসেছে ঠিকই, চ্যাম্পিয়নস লিগ ফাইনাল নিয়ে ভয় আছে কি না জিজ্ঞেস করা হলে রুডিগার বলেন, ‘ফাইনাল নিয়ে ভয়? ভয় তো শুধু স্রষ্টার জন্য। দিন শেষে আমরা সবাই মানুষ, আর একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে ভয় পাওয়ার কিছু নেই। আমি একজন মুসলিম। প্রবল বিশ্বাসী মানুষ। সুতরাং, ভয় করি শুধু স্রষ্টাকে, যিনি সবকিছুই সৃষ্টি করেছেন।’

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য