স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৯ মে: ম্যাচেই বোঝা যাচ্ছিল, সিদ্ধান্তটি নিয়ে বিতর্ক হবে। ঘটলও ঠিক তাই। সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ বাঁশি বাজার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রোবড’ ট্রেন্ড চলছিল। সেটি যে বায়ার্নের গোলটি ‘লুট’ করা হয়েছে, এই দাবি করে—তা না বললেও চলে। ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখ কোচ টমাস টুখেলও ধুয়ে দিয়েছেন রেফারি সাইমন মার্চিনিয়াক ও লাইনসম্যানকে—‘সর্বনাশা সিদ্ধান্ত নিয়েছেন লাইনসম্যান ও রেফারি।’
কিন্তু রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির দাবি, এটা অফসাইড হতে পারে। লাইনসম্যান অফসাইডের পতাকা তোলায় রেফারি বাঁশি বাজানোর পর রিয়ালের খেলোয়াড়েরা খেলা থামিয়ে দেন বলে দাবি করেন আনচেলত্তি। সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল ফিরতি লেগ ২–১ গোলে জিতেছে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৪–৩ গোলের জয়ে ফাইনালেও উঠেছে মাদ্রিদের ক্লাবটিম্যাচে রিয়াল ২-১ ব্যবধানে এগিয়ে থাকতে যোগ করা সময়ের ১৩ মিনিটে বায়ার্নের মিডফিল্ডার জশুয়া কিমিখের দূরপাল্লার পাস হেড করে ম্যাথিয়াস ডি লিটকে দেন টমাস মুলার। কিমিখ পাসটি দেওয়ার সময় মুলার ও ডি লিট রিয়ালের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে দৌড় শুরুর সময় অফসাইড হন—লাইনসম্যান অফসাইডের পতাকা তুলেছেন মুলারের হেড থেকে ডি লিট গোল করার আগেই।
এরপরই বাঁশি বাজান রেফারি মার্চিনিয়াক এবং সে সময় থেমে গিয়েছিলেন রিয়ালের খেলোয়াড়েরা। রেফারি বাঁশি বাজানোয় সেটি অফসাইড হয়েছিল কি না, তা পরীক্ষা করে দেখার এখতিয়ার ছিল না ভিএআরের।টুখেল ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রেফারির এই সিদ্ধান্তের কারণে ‘বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন’ বলে মনে হচ্ছে তাঁর। আনচেলত্তির কাছে জানতে চাওয়া হয়েছিল, লাইনসম্যান ও রেফারির যে সমালোচনা হচ্ছে, সেটি তাঁর কাছে ন্যায্য বলে মনে হয় কি না? রিয়ালের এই কোচ বলেছেন, ‘মুভটা পরিষ্কার ছিল। এটা অফসাইড হতে পারে। আমরা (খেলোয়াড়েরা) থেমে গিয়েছিলাম। তিনি উঁচু মানের রেফারি। তারা এটা নিয়ে অভিযোগ করলে আমরা নাচোর বাতিল হওয়া গোলটি নিয়ে অভিযোগ করতে পারি। কারণ, কিমিখ ডাইভ দিয়েছিল। ওরা একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করেছে।’
আলফানসো ডেভিসের গোলে ৬৮ মিনিটে পিছিয়ে পড়েছিল রিয়াল। ৭১ মিনিটে রিয়াল গোল করলেও বাতিল করে দেয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। ভিডিও রিপ্লেতে দেখা যায়, গোলটি হওয়ার আগে বায়ার্নের জশুয়া কিমিখকে ফেলে দিয়েছিলেন রিয়াল অধিনায়ক নাচো ফার্নান্দেজ। এরপর ম্যাচ ১-১ গোলে সমতায় থাকতে যোগ করা সময়ের প্রথম মিনিটে বদলি স্ট্রাইকার হোসেলুর গোলে এগিয়ে যায় রিয়াল। অফসাইড ধরে গোলটি প্রথমে মাঠের রেফারি বাতিল করেছিলেন। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির হস্তক্ষেপে দেখা যায় সেটি অফসাইড ছিল না। গোলটি তাই বহাল রাখা হয়। ভিএআর গোলটি পরীক্ষার সময় কি ভাবছিলেন আনচেলত্তি?
রিয়াল কোচ এর উত্তরে বলেছেন, ‘বেঞ্চ থেকেই বলেছি এটা বৈধ গোল। সে (হোসেলু) লিডটা নেওয়ার চেষ্টা করেছে, গোলটি যে বৈধ, সেটি সে জানত।’পোলিশ রেফারি মার্চিনিয়াক আন্তর্জাতিক ফুটবলে অভিজ্ঞ রেফারিদের একজন। ৪৩ বছর বয়সী এ রেফারিকে তাঁর প্রজন্মের অন্যতম সেরা রেফারি হিসেবেও বিবেচনা করা হয়। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিস্টিকসের (আইএফএফএইচএস) বিচারে ২০২৩ ও ২০২৪ সালে ‘বিশ্বসেরা রেফারি’–এর মর্যাদায়ও ভূষিত হয়েছেন মার্চিনিয়াক। চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমে গতকাল রাতের আগে তিনি ৪ ম্যাচ পরিচালনা করেছেন।২০২২ বিশ্বকাপ ফাইনাল, ২০২৩ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, ২০১৮ উয়েফা সুপার কাপ পরিচালনা করেছেন তিনি। গতকাল রাতের আগে হাই প্রোফাইল ম্যাচগুলোর মধ্যে সর্বশেষ গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করেন মার্চিনিয়াক।