Friday, May 31, 2024
বাড়িখেলাআইপিএলের মাঝে বদলে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি।

আইপিএলের মাঝে বদলে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ এপ্রিল :  আইপিএলের মাঝে বদলে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি। বদলে গেল তাঁর ‘কেশরসজ্জা’। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামার আগে নতুন চেহারায় দেখা গেল ধোনিকে। ধোনির নতুন সাজের ছবি সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ।

আইপিএল শুরুর আগে ‘লুক’ বদলান ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটজীবনের প্রথম দিকের মতো বড় বড় চুল রেখেছিলেন ধোনি। সিংহের ‘কেশর সজ্জা’ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। চুলের সেই কায়দা পরিবর্তন করেছেন ধোনি। নতুন ‘লুক’-এ ধোনি চুল কাটাননি। তবে একটি ঝুঁটি বেঁধেছেন। ‘পনিটেল’ বাঁধা ধোনির নতুন ছবি সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন চেন্নাই কর্তৃপক্ষ। ধোনির চুলের নতুন কায়দা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ।

এ বার আইপিএল খেলে অবসর নিতে পারেন ধোনি। এমনই মনে করছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। আইপিএল শুরুর আগের দিন চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন। ৪২ বছরের উইকেটরক্ষক-ব্যাটারের ক্রিকেটীয় দক্ষতা অবশ্য এখনও অটুট। দলের ইনিংসের শেষ দিকে নেমে যেমন ব্যাট হাতে ঝড় তুলছেন, তেমনই উইকেটের পিছনেও সাবলীল বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য