Monday, February 17, 2025
বাড়িখেলালিভারপুলের নয়, ওয়েস্ট হাম মালিকের পাঠানো বিমানে আমোরিম

লিভারপুলের নয়, ওয়েস্ট হাম মালিকের পাঠানো বিমানে আমোরিম

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ এপ্রিল: তাহলে প্রিমিয়ার লিগেই যাচ্ছেন রুবেন আমোরিম! তবে লিভারপুল নয়, স্পোর্তিং লিসবনের পর্তুগিজ কোচের গন্তব্য হতে পারে পূর্ব লন্ডন। আমোরিম ওয়েস্ট হামের মালিকের পাঠানো বিমানে উঠেছেন বলে খবর দিয়েছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম। ওয়েস্ট হামের সম্ভাব্য কোচ হওয়ার আলোচনা করতেই নাকি সোমবার লন্ডনে গিয়েছেন আমোরিম।লন্ডন থেকে আজ পর্তুগালে ফিরেও গেছেন আমোরিম। তবে বিমানবন্দরে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল সোমবার রাতে জানিয়েছে, বর্তমান কোচ ডেভিড ময়েসের সঙ্গে আর চুক্তি নবায়ন করবে না ওয়েস্ট হাম।

 তাঁর উত্তরসূরি হিসেবেই স্পোর্তিং লিসবনের কোচের দিকে হাত বাড়িয়েছে ক্লাবটি।অথচ এর আগে লিভারপুলে ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হিসেবেই রুবেন আমোরিমের নামটা আলোচনায় এসেছে। জাভি আলোনসো বায়ার লেভারকুসেনেই থেকে যাওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই পর্তুগিজ কোচের নামটা শোনা যাচ্ছিল লিভারপুলের সম্ভাব্য পরবর্তী কোচ হিসেবে। লা লিগা ক্লাব বার্সেলোনাও আমোরিমকে চাইছে—এমন খবরও শোনা গিয়েছিল।ডেইলি মেইল জানাচ্ছে, শুধু আমোরিমই নয়, উলভারহ্যাম্পটনের কোচ হুলেন লোপেতেগির দিকেও চোখ রাখছে ওয়েস্ট হাম। তবে সিএনএন পর্তুগাল জানিয়েছে, ওয়েস্ট হাম মালিকের পাঠানো বিমানে লন্ডনে উড়াল দিয়েছেন আমোরিম। ৩৯ বছর বয়সী আমোরিম বিমানে উঠতে যাচ্ছেন—এমন ছবিও ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

 সোমবার স্পোর্তিংয়ের অনুশীলন শেষে ব্যবসায়ী রাউল কস্তার সঙ্গী হয়েই পর্তুগাল ছেড়েছেন আমোরিম।এর আগে পর্তুগিজ সংবাদমাধ্যম জানিয়েছিল, লিভারপুলের কোচ হতে রাজি হয়ে গেছেন আমোরিম। তবে লিভারপুল সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে জানিয়েছিল সম্ভাব্য কোচদের সংক্ষিপ্ত তালিকাতেই শুধু আমোরিমের নাম রেখেছে তারা।স্পোর্তিংয়ে আমোরিমের চুক্তি শেষ হবে ২০২৬ সালের জুনে। ২০২০ সালের মার্চে দায়িত্ব নেওয়ার পর একটি লিগ জিতেছে আমোরিমের স্পোর্তিং। চলতি মৌসুমেও চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছে দলটি। ৩৪ ম্যাচের লিগে ৩০ ম্যাচ শেষে নিকট প্রতিদ্বন্দ্বী বেনফিকার চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে আছে স্পোর্তিং।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য