স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ এপ্রিল: ২০২১ সালে অ্যাস্টন ভিলা থেকে প্রায় ১০ কোটি পাউন্ডে সিটিতে যোগ দেন গ্রিলিশ। এরপর থেকে প্রায়ই প্রতিপক্ষের দর্শকদের দুয়োর শিকার হচ্ছেন তিনি। গত মৌসুমে সিটির প্রথম ট্রেবল জয়ে বড় অবদান রাখা এই ফুটবলারকে দুয়ো শুনতে হয়েছে চেলসি, লিডস ইউনাইটেড ও অন্য ক্লাবগুলোর মাঠে।চোটের জন্য বেশ কিছু দিন বাইরে থাকা গ্রিলিশ গত রোববার আর্সেনাল ম্যাচ দিয়ে খেলায় ফিরেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত খেলেছেন ২৮ ম্যাচ, গোল করেছেন তিনটি, অ্যাসিস্ট দুটি। সিটির অনলাইন ম্যাগাজিনে ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার বললেন, যতই দুয়ো দেওয়া হোক ইতিবাচক থাকবেন তিনি।“আমি সবসময়ই ভাবি, কেন তারা আমাকে দুয়ো দেয়? আমার মাও আমাকে এটা নিয়ে প্রায়ই জিজ্ঞাস করে।”
“এখন আমি প্রতিপক্ষের মাঠে গেলেই দুয়ো শুনি। আমি একেবারেই জানি না কেন এমন করে তারা। আমাকে এসব ইতিবাচক কথা বা প্রশংসা হিসাবে নেওয়ার চেষ্টা করতে হবে।”এবারও ট্রেবল জয়ের ভালো সম্ভাবনা আছে সিটির। প্রিমিয়ার লিগের টেবিলে তৃতীয় স্থানে থাকলেও শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য কেবল ৩। এফ কাপের সেমি-ফাইনাল খেলবে তারা চেলসির বিপক্ষে। আর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে তাদের প্রতিপক্ষ রেয়াল মাদ্রিদ।গতবারের মতো এবারও দলের ট্রেবল জয় দেখতে চান গ্রিলিশ। এই পথচলায় নিজের সেরাটা দিয়ে অবদান রাখার লক্ষ্য তার।“এখন বড় ম্যাচগুলো আসছে… এখানে সবাই আপনার দিকে চেয়ে থাকবে এবং প্রত্যেককে পারফর্ম করতে হবে। আশা করি, সতীর্থ, কোচ এবং আমাদের ভক্তদের জন্য সেখানে থাকতে পারব এবং শেষ দুই মাসে সফল হওয়ার চেষ্টা করব।”এফ কাপে চেলসির বিপক্ষে আগামী ২০ এপ্রিল লড়বে সিটি। চ্যাম্পিয়ন্স লিগে রেয়ালের সঙ্গে তাদের শেষ আটের প্রথম লেগ আগামী মঙ্গলবার। এর আগে প্রিমিয়ার লিগে খেলবে তারা অ্যাস্টন ভিলা ও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে।