Sunday, September 8, 2024
বাড়িখেলাবড় ম্যাচে আজ আহমেদাবাদে গুজরাটের সামনে মুম্বাই

বড় ম্যাচে আজ আহমেদাবাদে গুজরাটের সামনে মুম্বাই

। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের লড়াইয়ে রবিবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে তিনটায়। এই ম্যাচে জয়পুরে রাজস্থান রয়েলসের মুখোমুখি হবে লখনৌ সুপার জায়েন্টস। অন্যদিকে রাত সাড়ে সাতটায় আহমেদাবাদে গুজরাট টাইটানসের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স।
এবছর রাজস্থান রয়েলসের নেতৃত্বে রয়েছেন সঞ্জু স্যামসুং। সঙ্গে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান জশসভী জয়সোয়াল, সিমরণ হেটমেয়ার, উইকেট রক্ষক কাম ব্যাটসম্যান ধ্রুব জুড়েল, জোশ বাটলার এর মত তারকা ব্যাটসম্যানরা। রবিচন্দ্রন অশ্বিন, ট্র্যান্ট বোল্ট, জুজবেন্দ্র চাহাল, নবদ্বীপ সাইনি, অভেস খানের মত তারকা বোলার রয়েছেন দলে। রাজস্থান রয়্যালসের বোলাররা লখনৌ সুপার জায়েন্টসের ব্যাটসম্যানদের বিরুদ্ধে কতটুকু প্রতিরোধ গড়ে তুলতে পারে সেটাই মূল বিষয়। অন্যদিকে লখনৌ সুপার জায়েন্টসের নেতৃত্বে রয়েছেন লোকেশ রাহুল। সঙ্গে রয়েছেন মারকাস স্টোনিস, নিকোলাস পোরান, তারকা উইকেট রক্ষক কাম ব্যাটসম্যান কুইনটন ডি কক, দেবদূত পারিক্কলের মত তারকা ব্যাটসম্যানরা। বল হাতে ইয়াশ ঠাকুর, নবীন উল হক, ক্রুনাল পান্ডিয়া, রবি বিষ্ণুই রাজস্থান রয়েলসের ব্যাটসম্যানদের কতটুকু চ্যালেঞ্জ জানাতে পারবে সেটাই দেখার।
আহমেদাবাদে লড়াইটা অবশ্য রাতে জম্পেশ হতে পারে। গুজরাট টাইটান্স এর প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। গুজরাট টাইটানসের প্রাক্তন অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবছর নেতৃত্ব দেবেন মুম্বাই ইন্ডিয়ান্সকে। আর গুজরাট টাইটানসের নেতৃত্ব ভার হয়েছে ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান শুভমান গিলের হাতে। গুজরাট টাইটানসে কেন উইলিয়ামসন,ডেভিড মিলার এবং সাই সুদর্শনের মতো ব্যাটসম্যানরা রয়েছেন। আর মুম্বাই ইন্ডিয়ান্সের রয়েছেন রোহিত শর্মা, ঈশান ঈশান, টিম ডেভিড এবং তিলক ভার্মার মত দুর্ধর্ষ ব্যাটসম্যান। উমেশ যাদব, মোহিত শর্মা, রাশিদ খান এর মত তারকা বোলাররা সার্ভিস দেবেন গুজরাট টাইটান্সকে। অন্যদিকে তারকা ভারতীয় পেসার যশপ্রিত বুমরা সহ পিউস চাওলা, মহম্মদ নবীরা রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে। বলা যেতে পারে গুজরাট টাইটানস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের একটা অলরাউন্ড লড়াই উপভোগ পড়তে চলেছে ক্রিকেট প্রেমীরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য