স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মার্চ : ২৪ মার্চ বিশ্ব যক্ষা দিবস। বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে রবিবার রাজভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।
তিনি আয়োজিত অনুষ্ঠানে যক্ষা মুক্ত ভারত বর্ষ গড়ার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আগামী দিন যাতে যক্ষামুক্ত দেশ ও রাজ্য করা যায় তার জন্য শপথ গ্রহণ করান। রাজ্যপাল বলেন, এই রোগ বিভিন্ন কারণে হয়ে থাকে মানুষের। তবে বিশেষ করে ইন্ডাস্ট্রি এলাকার গুলিতে এই রোগের আক্রান্তের পরিসংখ্যান বেশি। কিন্তু ত্রিপুরায় দূষণের মাত্রা অনেক কম হওয়ায় যক্ষা রোগ নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই রোগ নিয়ে আতঙ্কের কোন কারণ নেই। চিকিৎসকে পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ করলে এই রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব। কিন্তু সঠিকভাবে ঔষধ গ্রহণ না করলে পুনরায় এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বলে জানান রাজ্যপাল। তিনি আরো বলেন, আগামী দিনে পুরোপুরিভাবে যক্ষা মুক্ত করার লক্ষ্য নিতে হবে বলে জানান তিনি। আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক।