Sunday, September 8, 2024
বাড়িখেলাআইপিএল'র উদ্বোধন মাতালেন বলিউডের তারকারা

আইপিএল’র উদ্বোধন মাতালেন বলিউডের তারকারা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ মার্চ : শুক্রবার থেকে শুরু হলো ২০২৪ আইপিএল এর মেগা আসর। উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস এর মুখোমুখি হয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর আগে চীপকের এম এ ত্রিদাম্বরম স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধন হয় এ বারের আইপিএলের। মাতিয়ে তুললেন বলিউডের তারকারা। তারকা অভিনেতা অক্ষয় কুমার, টাইগার শ্রফ সহ সুরের জাদুতে মাতিয়ে তুললেন সোনু নিগম এবং এ আর রহমান। জাতীয় পতাকা হাতে মঞ্চে পারফর্ম করেন তারকা অভিনেতা অক্ষয় কুমার। উদ্বোধনী মঞ্চে নৃত্য পরিবেশনের পর মাঠ পরিদর্শন করলেন দুই তারকা অভিনেতা অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। অক্ষয় কুমার চালালেন মোটরবাইক। জাতীয় পতাকা হাতে নিয়ে দাঁড়াতে দেখা গেছে টাইগার শ্রফকে। এর আগে অবশ্য জাতীয় পতাকা হাতে নিয়ে শূন্য থেকে মঞ্চে নামতে দেখা গেছে অক্ষয় কুমারকে। আর মঞ্চে অক্ষয় কুমারকে সঙ্গ দেন টাইগার শ্রফ। দুজনেই নৃত্য পরিবেশন করেন নিজেদের ছবির গানের তালে তালে। এই দুই তারকা অভিনেতার নৃত্যে মেতে উঠেন দর্শকরা। উদ্বোধনী অনুষ্ঠান অবশ্য শুরু হয় হলিউড অভিনেতা বোমান ইরানীর কন্ঠে। সোনু নিগম এবং এ আর রহমান এর সুরের ঝলকানিতে মুগ্ধ হয়ে উঠে গোটা অনুষ্ঠান। গাইলেন নিজেদের বেশ কয়েকটি বিখ্যাত গান। তাদের সঙ্গে সুর মিলন মোহিত চৌহান, নীতি মোহন এর মত গায়ক গায়িকারা। হিন্দি ভাষার পাশাপাশি দক্ষিণ ভারতীয় ভাষায় ও গান গাইলেন তারা। এবারের আইপিএল এর এই উদ্বোধনী পর্বের থিম ছিল ইন্ডিয়া। উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফুটিয়ে তোলা হয় ইন্ডিয়া গেট। তাতে দেখা গেল অশোক চক্র ও। ফুটিয়ে তোলা হলো ভারতের চন্দ্রযান অভিযান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মঞ্চে উঠেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি রজার বিন্নি, বোর্ড সচিব জয় শাহ সহ বোর্ডের অন্যান্য আধিকারিকরা। মঞ্চে তখন বলিউডের তারকা অভিনেতাদের পাশাপাশি ছিলেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলনেতা ফা ডু প্লেসিস। ট্রফি হাতে মঞ্চে উঠতে দেখা যায় চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াডকে। সব মিলিয়ে বলা যেতে পারে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বেঁচে গেল ২০১৪ আইপিএল এর শঙ্খ ধ্বনি

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য