Tuesday, February 11, 2025
বাড়িখেলামহম্মদ শামি, বিকল্প হিসেবে প্রাক্তন নাইটকে নিল গুজরাট টাইটান্স

মহম্মদ শামি, বিকল্প হিসেবে প্রাক্তন নাইটকে নিল গুজরাট টাইটান্স

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১ মার্চ  :  শেষ বার তিনি মাঠে নেমেছিলেন আহমেদাবাদের বিশ্বকাপ ফাইনালে। মেগা ইভেন্টের পর জানা যায় গোড়ালির চোট নিয়ে বিশ্বকাপ খেলেছেন তিনি। আইপিএলেও যে নামতে পারবেন না, এ বিষয়ে আগেই জানিয়ে দিয়েছিল বিসিসিআই। তিনি  মহম্মদ শামি। এবার জানা গেল তাঁর বিকল্প হিসেবে সন্দীপ ওয়ারিয়রকে দলে নিল গুজরাট টাইটান্স।

বিশ্বকাপে আগুনে ফর্মে ছিলেন শামি। ২৪টি উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। তারপর থেকেই ডান পায়ের গোড়ালির চোটে ক্রিকেট মাঠ থেকে দূরে ছিলেন। গত ২৬ ফেব্রুয়ারি শামির অস্ত্রোপচার হয়। সোশাল মিডিয়ায় ছবি দিয়ে সে কথা জানিয়েও ছিলেন ভারতীয় পেসার। এতোদিন পর্যন্ত তাঁর বিকল্প হিসেবে নতুন কোনও খেলোয়াড় নেওয়ার ঘোষণা করেনি গুজরাট টাইটান্স।

এবার ৩২ বছর বয়সী ওয়ারিয়রকে নিয়ে বোলিং বিভাগ শক্তিশালী করার চেষ্টা করল তারা। যদিও কেরালার এই পেসার আইপিএলে যথেষ্ট অভিজ্ঞ নয়। এর আগে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। ছিলেন কলকাতা নাইট রাইডার্স, রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্সে। বেস প্রাইস মাত্র ৫০ লক্ষ টাকায় টাইটান্স শিবিরে যোগ দিলেন ওয়ারিয়র। তাদের বোলিং বিভাগে এবার আছেন মোহিত শর্মা, জশ লিটল, উমেশ যাদব, স্পেন্সর জনসন, কার্তিক ত্যাগী, দর্শন নলকান্ডে এবং সুশান্ত মিশ্র।

শুধু মহম্মদ শামি নন, আইপিএলের প্রথম দুটি ম্যাচে গুজরাট টাইটান্স পাবে না ম্যাথু ওয়েডকেও। অস্ট্রেলিয়ার এই কিপার-ব্যাটার দলে যোগ দেবেন তাসমানিয়ার হয়ে শেফিল্ড শিল্ড ফাইনালে খেলার পর। ঝাড়খণ্ডের ব্যাটার রবিন মিনজের খেলা নিয়েও ধোঁয়াশা রয়েছে। গুজরাট টাইটান্স ২০২২ সালের আইপিএল বিজয়ী। গত বছরের রুদ্ধশ্বাস ফাইনালে তারা শেষ বলে হার মানে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে। সেই ফাইনালে গুজরাট টাইটান্সের দলের রিমোট কন্ট্রোল ছিল হার্দিক পাণ্ডিয়ার হাতে। সেই পাণ্ডিয়ার জার্সির রং এবার বদলেছে। মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বের আর্মব্যান্ড এবার তাঁর হাতে। হার্দিক চলে যাওয়ায় গুজরাটকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। তাঁর হাত ধরে নতুন করে অভিযান শুরু করতে চলেছে গুজরাট টাইটান্স। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য